রবিবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা টালা থানার এসআই-এর। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন এবং ধর্ষণের তদন্তে টালা থানার এসআই-কে তলব করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে সাড়া দিয়ে সিজিও এলেন এসআই। এদিন সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস (Birupaksha Biswas)। শনিবার গভীর রাত পর্যন্ত সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন বিরূপাক্ষ এবং অভীক দে (Avik Dey)। এরপর রবিবার ফের বেলা ১১টা নাগাদ সিবিআই দফতরে এলেন বিরূপাক্ষ। জানা যাচ্ছে, এদিন অভীকেও তলব করা হয়েছে।
আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল (RG Kar Medical College and Hospital) দুর্নীতির অভিযোগে সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। জেল হেফাজতে থাকাকালীনই তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণের মামলাতেও সিবিআই গ্রেফতার করে সন্দীপকে। আরজি করের ঘটনায় শুরু থেকেই পুলিশের বিরুদ্ধে গাফলতির অভিযোগে সরব হয়েছিল আন্দোলনকারী চিকিৎসকেরা। এরপর পুলিশের বিরুদ্ধে ঘটনার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তোলে সিবিআই। সেই অভিযোগে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। এবার টালা থানার এসআই-কে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
রবিবার ফের সিজিও-তে বিরূপাক্ষ...
#WATCH | RG Kar rape and murder case | West Bengal: Dr Birupaksha Biswas arrives at CBI Special Crime Branch office in Kolkata for the second consecutive day today. CBI special crime branch has also summoned one sub-inspector of Tala police station today. pic.twitter.com/NxdsC51dRz
— ANI (@ANI) September 22, 2024
সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষ এবং অভীক দুজনেই বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক। অথচ ৯ অগাস্ট আরজি করের জরুরি বিভাগের সেমিনার হলে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর সেখানে উপস্থিত ছিলেন দুজনেই। এই ঘটনার পরেই মেডিক্যাল কলেজে 'ভয়ের পরিবেশ' এবং 'হুমকি সংস্কৃতি' চালানোর অভিযোগ উঠতে শুরু করে বিরূপাক্ষ এবং অভীকের বিরুদ্ধে।