কলকাতা, ৭ মার্চ: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে (Rabindra Bharati University) বসন্তোৎসবে বিতর্কের জেরে ইস্তফা দেন উপাচার্য। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কয়েক জনের পিঠে ও বুকে অশ্লীল শব্দ লেখার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবার থানায় অভিযোগ করেন। এই বিতর্কের জেরে আগামী বছর আদৌ বসন্তোৎসবের (Basanta Utsav) আয়োজন করা হবে কি না, সেই বিষয়েও চিন্তাভাবনা শুরু করেছেন কর্তৃপক্ষ। যারা এই কাজ করে, তাঁদের মধ্যে পাঁচ জন এদিন ক্যাম্পাসে এসে ক্ষমা চায়।
বিশৃঙ্খলা প্রতিরোধে প্রশাসনিক ব্যর্থতার দায় স্বীকার করে উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী রাতে আচার্য-রাজ্যপাল জগদীপ ধনখড়, শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং উচ্চশিক্ষা দফতরের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। তবে সেটি গৃহীত হয়েছে কি না তা জানা যায়নি। রবীন্দ্রভারতীর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেবব্রত দাস বলেন, ‘‘উপাচার্য ঠিক কী কারণে পদত্যাগপত্র পাঠালেন, তা জানার চেষ্টা করছি। এই পরিস্থিতিতে শিক্ষক সমিতি উপাচার্যের পাশে আছে।’’ আরও পড়ুন, বানান ভুল হলে পরীক্ষার খাতায় কাটা যাবে না নম্বর, নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের
আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, যে-পাঁচ জন ক্ষমা চাইতে এসেছিলেন, তাঁদের পুলিশের হাতে দেওয়া হবে কি না, এই নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। উপাচার্য ওই পাঁচ জনকে পুলিশেই দিতে চেয়েছিলেন। কিন্তু টিএমসিপি এবং শিক্ষাবন্ধু তা চায়নি বলেই খবর। রবীন্দ্রভারতীর অনেকের বক্তব্য, টিএমসিপি-র উদ্যোগেই ওই সব তরুণ-তরুণীকে আনা হয়েছিল। অভিযোগ অস্বীকার করে টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদিকা সুপর্ণা নায়ক বলেন, ‘‘বৃহস্পতিবার রাতেই আমরা বিষয়টি জানতে পারি। শুক্রবার সকালে উপাচার্যকে এই বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করি। তার পরে পাঁচ জন এসে ক্ষমা চায়।’