কলকাতা, ৫ জুলাই: এবার রথে দিঘার জগন্নাথ মন্দির খোলা নিয়ে যাবতীয় জল্পনা উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (CM Mamata Banerjee)। এদিন দুপুরে এক টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জল্পনা উড়িয়ে দিলেন। মমতা বলে দিলেন, দিঘায় এবার নয়, মন্দিরের কাজ সম্পূর্ণ হতে এখনও কিছুটা বাকি আছে। তাই এবার নয়, আগামী বছর দিঘার জগন্নাথ মন্দির থেকে গড়াবে রথের চাকা। জগন্নাথ মন্দির তৈরিতে তাড়াহুড়ো করতে গিয়ে নির্মাণে কোনও ত্রুটি রাখতে চায় না প্রশাসন। মমতাও চান না কাজ বাকি থাকতে শুধু প্রচারের জন্য উদ্বোধন করতে। প্রসঙ্গত, রবিবার ৭ জুলাই রথযাত্রা পালিত হবে।
মমতা এদিন তাঁর এই টুইটে লেখেন, "পুরীর মত দিঘাতেও ভগবান জগন্নাথের জন্য বড় মন্দির হচ্ছে। জগন্নাথ, বলভদ্র ও শুভাদ্রা-র পুজো হবে। রথযাত্রাও উদযাপন করা হবে। তবে কিছু জায়গায় আলোচনা হলেও সত্যি হল এ বছর নয়, আগামী বছর ধরে দিঘায় রথযাত্রা শুরু হবে। এখনও মন্দিরের কিছু কাজ বাকি আছে, রথের চাকা ঘোরার আগে সব কাজ শেষ করতে হবে। পরের বছর থেকে গড়াবে দিঘায় জগন্নাথ মন্দির থেকে রথের চাকা। আপনাদের সবার আমন্ত্রণ রইল। ভারতে সৌহার্দ্যের নতুন ঠিকানা হোক ভগবানের বাসস্থান দিঘা।"আরও পড়ুন-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেও কাটেনি বিপদের খাঁড়া, সস্ত্রীক রাঁচির মা বগলামুখী মন্দিরে পুজো হেমন্তের
দেখুন খবরটি
Happy to announce that, as in Puri, we in West Bengal are also erecting a pride- inspiring temple complex for Lord Jagannath at Digha. The Lord, Balabhadra and Subhadra will be worshipped here too, Rathayatra also will be celebrated.
Despite some discussions otherwise, fact is… pic.twitter.com/0Gou9DwGYC
— Mamata Banerjee (@MamataOfficial) July 5, 2024
প্রসঙ্গত, দিঘার জগন্নাথ মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে। মন্দির নির্মাণের সঙ্গে একটি বড় রথ নির্মাণ করা হচ্ছে। এই রথই আগামী বছর থেকে দিঘার রাস্তায় বের হবে। যা দেখতে জেলা, রাজ্য, দেশের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ সিনেমা দিঘায় আসবে সাধারণ মানুষ। এমনটাই মনে করা হচ্ছে। দিঘা রেল স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে এই জগন্নাথ ধাম।