Tathagata Roy (Photo Credit: IANS)

রামপুরহাট (Rampurhat) কাণ্ডে এবার মমতা বন্দ্য়োপাধ্যায়কে (Mamata Banerjee) পালটা কটাক্ষ করলেন তথাগত রায়। কলকাতা থেকে রামপুরহাট যাওয়ার পথে বিজেপির বাস শক্তিগড়ে ল্যাংচার দোকানে দাঁড়ায়। শক্তিগড়ে ল্যাংচার দোকানে বিজেপির বাস দাঁড়ানোয় কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেউ কেউ ওখানে 'ল্যাংচাতে ল্যাংচাতে' যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে পালটা কটাক্ষ করলেন তথাগত রায়। তিনি বলেন, শুভেন্দু অধিকারী রাস্তায় দাঁড়িয়ে কেন চা খেতে গেলেন? মুখ্যমন্ত্রী মজার মানুষ। এর চেয়ে শুভেন্দু অধিকারী 'পশ্চিমবঙ্গের গর্ব, শিল্পজাত চপ, ঘটিগরম, চোলাই ইত্যাদি খেলেই তো পারতেন' বলে কটাক্ষ করেন তথাগত রায়।