দিল্লি, ২৩ মার্চ: রামপুরহাটের ঘটনা নিয়ে এবার সংসদ ভবন চত্ত্বরে প্রতিবাদ জানান বিজেপি সাংসদরা। তৃণমূল নেতা ভাদু শেখের খুনের পর স্থানীয় বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে অভিযোগ। তার জেরেই ৮ জনের দগ্ধ দেহ উদ্ধার করা হয়। ওই ঘটনার জেরে গোটা রাজ্য জুড়ে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে রামপুরহাটকাণ্ডের রিপোর্ট চেয়ে পাঠানো হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি কেন্দ্রীয় প্রতিনিধি দলও রামপুরহাটে যাবে বলে জানানো হয়। কেন্দ্রের প্রতিনিধি দল যখন রামপুরহাট যাওয়ার তোড়জোড় শুরু করেছে, সেই সময় দিল্লিতে সংসদ ভবন চত্ত্বরে বিক্ষোভ দেখান বিজেপি সাংসদরা।
Delhi | West Bengal BJP MPs protest in the Parliament premises, over the incident where eight charred bodies were found in Rampurhat, Birbhum when houses were set on fire hours after the murder of a local TMC leader. pic.twitter.com/znjq4CUndq
— ANI (@ANI) March 23, 2022
এদিকে এটা বাংলা (West Bengal), উত্তরপ্রদেশ (Uttar Pradesh) নয়। রামপুরহাটের বগটুই নিয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, হাথরসের সময় তিনিও তৃণমূলের প্রতিনিধি দল পাঠিয়েছিলেন কিন্তু তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু এখানেই কাউকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে না বলে বিরোধীদের কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।
আরও পড়ুন: Rampurhat Incident: ভয়ে কাঁটা বগটুই, 'নিরাপত্তার অভাবে' গ্রাম ছেড়ে অন্যত্র পাড়ি বাসিন্দাদের
সোমবার তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ স্থানীয় চায়ের দোকানে বসেছিলেন। ওই সময় ভাদু শেখকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় ভাদু শেখকে হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনার পর গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।