Rampurhat Incident (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ২৩ মার্চ:  রামপুরহাটের (Rampurhat) বগটুই গ্রামে তৃণমূল কংগ্রেস (TMC)  নেতা খুন এবং তারপর ৮ জনের দগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় গোটা রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে। সোমবার বগটুই গ্রামে তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের পর , সেখানকার ৭-৮টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যার জেরে ৮ জনের ঝলসে মৃত্যু হয়। সোমবারের ঘটনার পর এবার ভয়ে কাঁটা গোটা বগটুই গ্রাম। গ্রাম ছেড়ে অন্যত্র যেতে শুরু করেছেন সেখানকার বাসিন্দারা। সোমবারের ঘটনার পর বগটুই যেমন ভয়ে কথা হারিয়েছে, তেমনি সেখানকার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন। তার জেরেই গ্রাম ছেড়ে অন্যত্র পাড়ি দিতে শুরু করেছেন তাঁরা।

 

বগটুই গ্রাম ছেড়ে মানুষ যখন অন্যত্র পাড়ি দিচ্ছেন, সেই সময় স্থানীয় এক বাসিন্দা বলেন, 'নিরাপত্তা নেই। সেই কারণেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার দেওরের মৃত্যু হয়েছে। পুলিশ আমাদের কোনও নিরাপত্তা দিতে পারছে  না। পুলিশ নিরাপত্তা দিতে পারছে না বলেই আমরা গ্রাম ছেড়ে অন্যত্র যাচ্ছি।'

আরও পড়ুন:  Rampurhat Incident: রামপুরহাটে 'ভয়ঙ্করকাণ্ড', রাজ্যপালের চিঠি মুখ্যমন্ত্রীকে, মনে করালেন অতীত ঘটনা

বগটুই গ্রামের ঘটনার পর রাজ্যপাল (Governor) বুধবার ফের চিঠি দেন মুখ্যমন্ত্রীকে। বগটুইয়ের ঘটনাকে 'ভয়াবহ' বলে উল্লেখ করেন রাজ্যপাল। এদিকে বগটুই গ্রামে আজ বিজেপির (BJP) প্রতিনিধি দল, বাম প্রতিনিধি দল যেমন যাবেন, তেমনি কেন্দ্রীয় পর্যবেক্ষক দলও হাজির হবেন। তবে পুলিশ পিকেট পেরিয়ে বিরোধী দলগুলি বগটুইয়ে প্রবেশ করে সেখানকার মানুষের সঙ্গে কথা বলতে পারেন কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।