Calcutta-High-Court (Photo Credits: PTI)

রামনবমীতে হিংসার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। হাওড়া, রিষড়া, শিবপুরে বেশ কিছু ঘটনাও ঘটে।সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার অভিযোগ ওঠে। এবার সেই হিংসার রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করল পশ্চিমবঙ্গ সরকার। হনুমান চালিসা উৎসবের জন্য রাজ্য কি বন্দোবস্ত করেছে নিরাপত্তার ক্ষেত্রে সে বিষয় জানতে চাওয়া হয় হাইকোর্টের তরফে।

এর পাশাপাশি মনোবল বাড়াতে প্যারামিলিটারি ফোর্সের প্রয়োজনীয়তা হলে রাজ্য সরকার তার জন্য আবেদন করতে পারে বলে জানিয়েছে হাইকোর্ট।

রামনবমীতে হিং সার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষই চড়িয়েছে সুর।বন্দুক হাতে মিছিলে অংশগ্রহন করা সুমিত সাউকে বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে নামানো হয়েছে র্যাফ। রিষড়ার ঘটনায় ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। যার জেরে ব্যহত হয় ট্রেন পরিষেবা। উত্তরবঙ্গ সফর কাঁটছাট করে রিষড়ার পরিস্থিতির পর্যবেক্ষনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস।