কলকাতা, ২৩ ফেব্রুয়ারি: উত্তপ্ত সন্দেশখালিতে (Sandeshkhali) ফের গেলে ডিজি রাজীব (Rajiv Kumar) কুমার। বৃহস্পতিবার সকালে তিনি কলকাতা ফিরে গেলে বিভিন্ন এলাকায় ফের অশান্তি শুরু হয়। ক্ষুব্ধ গ্রামবাসীরা শেখ শাহজাহানের ওপর চড়াও হয়। যার জেরে আবারও শুক্রবার ফিরে আসতে হয় ডিজিপিকে। ফিরে গ্রামবাসীদের আইন হাতে না তুলে নেওয়ার আর্জি জানান।
তিনি এদিন সন্দেশখালিবাসীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা আইন হাতে তুলে নেবেন না। আপনাদের সঙ্গে যদি কোনও অন্যায় হয়ে থাকে তাহলে আমাদের জানান, আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। আমাদের ওপর ভরসা করতে পারেন। কিন্তু এভাবে প্রতিবাদ করলে পরিস্থিতি আমাদের হাতে থাকবে না”। এদিন রাজ্য পুলিশের ডিজি বেরমজুড় পরিদর্শনে যান। কথা বলেন স্থানীয় মানুষদের সঙ্গে। রাজীব কুমারের সঙ্গে ছিলেন এডিজি দঙ্গিনবঙ্গ সুপ্রতিম সরকার।
এদিকে আজই সন্দেশখালিতে গিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের ৫ সদস্যের প্রতিনিধি দল। অন্যদিকে, সন্দেশখালি যেতে গিয়ে মাঝপথে বাধা পান বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে স্থানীয় পুলিশের বচসাও হয়। আর তারপরেই তাঁকে গ্রেফতার করে লালবাজার নিয়ে আসা হয়।