গরহাজির রাজীব কুমার। (Photo Credits: IANS/File)

২৭মে,২০১৯:‌ সকাল ১০টার মধ্যে কলকাতায় সিবিআইয়ের(‌CBI) দপ্তর সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিল রাজীব কুমারকে(Rajeev Kumar)। সকাল ১০টা তো দূরের কথা বেলা দুটো গড়িয়ে গেলেও দেখা গেল না কলকাতা পুলিসের প্রাক্তন পুলিস কমিশনার  রাজীব কুমারকে। সিবিআই সূত্র মারফৎ এমনই খবর পাওয়া গিয়েছে।রাজীব কুমার এই মুহূর্তে কোথায় রয়েছেন সেটিও জানা যায়নি। দুপুর দুটোর পর রাজীব কুমারের চিঠি নিয়ে সিজিও কমপ্লেক্সে যান সিআইডির দুই আধিকারিক। চিঠিতে রাজীব হাজিরার জন্য সাত দিন সময় চেয়েছে। তিনি জানিয়েছেন ব্যক্তিগত কারণে এই মুহূর্তে ছুটিতে াছেন তিনি। রবিবার সন্ধ্যায় রাজীব কুমারকে জেরার জন্য তলব করে সিবিআই। তাদের একটি দল পার্ক স্ট্রিটে পুলিস কোয়ার্টারে রাজীব কুমারের বাড়ি যায়। সেখানে নোটিস দেওয়া হয়। সেসময় রাজীব বাড়িতে ছিলেন কিনা তা জানা যায়নি। সকালে সিবিআইয়ের পরামর্শ মেনে রাজীবের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে অভিবাসন দপ্তর।রাজীব কুমারের বিরুদ্ধে সারদা মামলার (Saradha Chit Fund Case)তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগ রয়েছে। বছরের শুরু থেকেই রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছিল সিবিআই। একাধিকবার ডাকার পরও রাজীব কুমার না আসায় তাঁর বাসভবনে ফেব্রুয়ারি মাসের গোড়ায় হাজির হয় সিবিআইয়ের একটি দল।