কলকাতা, ১৭ সেপ্টেম্বর: আগাম জামিনের মামলায় বারাসতের বিশেষ আদালতে ধাক্কা খেলেন রাজীব কুমার। মামলা শোনার এক্তিয়ার নেই বলে জানাল বারসতের বিশেষ আদালত। এরপর রাজীব কুমার জেলা জজ কোর্টে জামিনের আবেদন জানান। আজ দুপুর ২টোর পর জেলা জজ কোর্টে জামিনের মামলার শুনানি হওয়ার কথা। গত শনিবার বারসাত আদালতে জামিনের আর্জি জানিয়েছিলেন প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার (Rajeev Kumar)। আজ সেই জামিনের মামলার শুনানি। অন্যদিকে, রাজীব কুমারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আর্জি জানাচ্ছে সিবিআই (CBI)। সব মিলিয়ে রাজীব কুমারকে ঘিরে টানটান পরিস্থিতি রাজ্যে।
তদন্তে অসহযোগিতা থেকে আর্থিক গরিমল নানা বিষয়ে রাজীবের ভূমিকায় ক্ষুব্ধ সিবিআই তাঁকে হেফাজতে নিয়ে মরিয়া। লোকসভা ভোটের আগে থেকেই রাজীব কুমারকে নিয়ে সিবিআইয়ের তৎপরতা চলছে। আরও পড়ুন-কাল মোদি-মমতা বৈঠক
CBI Sources: Central Bureau of Investigation had directed former Kolkata Police Commissioner Rajiv Kumar to appear before the agency at 10 am today but he failed to appear. Further action is in progress. pic.twitter.com/0sbmVDhlHY
— ANI (@ANI) September 17, 2019
ভোট মেটার পর তদন্তের গতি বাড়ায় সিবিআই। সব দিকে কোমর বেধে নেমে এবার দিল্লিতেও আঁটঘাট বাঁধছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সুপ্রিম কোর্টেও যেতে পারেন রাজীব কুমার। তার প্রস্তুতিও সেরে ফেলেছে রাজ্য সরকার। এক তরফা শুনানি আটকাতে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে সিবিআই।