প্রতীকী ছবি (Photo Credits: Flickr, Satish Krishnamurthy)

কলকাতা, ৪ জুলাই: রবিবারের সকালে প্রবল বৃষ্টিতে (Rain) ভিজল রবিবারের শহর কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা। উত্তরবঙ্গে (North Bengal) ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার-সহ পাঁচ জেলায় সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। কয়েকদিন গুমোট গরমে অস্বস্তি বাড়ছিল। বৃষ্টির আশায় বুক বাঁধছিলেন রাজ্যবাসী। বর্ষার আগে থেকেই এবছর বৃষ্টির দাপট জারি থাকলেও, মাঝেমধ্যেই অসহ্য গরমে প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়ছে।

আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা। আলিপুর আবহাওয়া দফতর রবিবার এবং সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। সকাল থেকেই মেঘলা আকাশ। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বাংলায় ঝাঁপিয়ে বৃষ্টি নামে। প্রায় ঘণ্টা দুয়েক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। যার জেরে নীচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কা তৈরি হতে পারে। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের কারণে বাড়বে নদীর জলস্তর। নীচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়ে যাচ্ছে।

আরও পড়ুন, কলকাতায় পেট্রলের দাম বেড়ে ৯৯.৪৫ টাকা, বাড়ল ডিজেলও

অন্যদিকে, বিহারে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বিহারে প্রবল বৃষ্টির কারণে একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। প্রবল বর্ষণের সম্ভাবনা অসম ও মেঘালয়তেও। মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।