পেট্রল-ডিজেল (Representational Image | (Photo Credits: PTI)

কলকাতা, ৪ জুলাই: হাড় জ্বালানিই বটে! ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price)। গতকালই, উত্তরবঙ্গে ১০০ পেরিয়েছে জ্বালানির দাম। রবিবার, কলকাতায় (Kolkata)  লিটারপ্রতি ৪১ পয়সা বেড়ে পেট্রলের দাম হল ৯৯ টাকা ৪৫ পয়সা। লিটারপ্রতি ২৪ পয়সা বেড়ে ডিজেলের দাম দাঁড়ালো ৯২ টাকা ২৭ পয়সায়। যার জেরে আগুন দাম নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে বাজার দরের। মধ্যবিত্তের পকেটে টান।

অন্যদিকে, দিল্লিতেও পেট্রল ছুঁতে চলেছে ১০০ টাকা। সেখানে পেট্রলের দাম লিটার প্রতি ৯৯.৫১ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯ টাকা ৩৬ পয়সা। বাণিজ্য নগর মুম্বই এবং দক্ষিণের রাজ্য চেন্নাইতে ইতিমধ্যে ১০০ পেরিয়েছে পেট্রল, ডিজেল। মুম্বইয়ে প্রতি লিটারে পেট্রলের দাম ১০৫.৫৮ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯৬.৯১ টাকা। চেন্নাইতে পেট্রলের দাম প্রতি লিটারে ১১০.৪ টাকা এবং ডিজেলের লিটারপ্রতি দাম ৯৩.৯১ টাকা। আরও পড়ুন, যোগীর মুখে হাসি ফুটিয়ে উত্তরপ্রদেশ পঞ্চায়েত চেয়ারপার্সনে বড় জয় বিজেপি-র

ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন এর বিরোধিতায় প্রতিবাদের ডাক দিয়েছে। কলকাতায় পেট্রলের দাম ১০০ ছুঁলে আধঘণ্টা বন্ধ থাকবে সব পেট্রল পাম্প। এই পরিস্থিতিতে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালাতে নারাজ বাস মালিক, চালকেরা। করোনা পরিস্থিতিতে চরম ভোগান্তিতে নিত্য যাত্রীরা। এদিকে, সুযোগ বুঝে ট্যাক্সি ভাড়া বাড়াচ্ছে চালকেরা।

মূল্যবৃদ্ধি ঘিরে হাহাকার গোটা দেশে। করোনায় কাজ হারানো, বেতন ছাঁটাই, জিনিসপত্রের দামবৃদ্ধিতে দিশেহারা সাধারণ মানুষ। কেন্দ্র সরকার এখনও নির্বিকার।