West Bengal Weather Update: শনিবার মাঝরাতে বজ্রপাত-সহ বৃষ্টি, দোলেও কি ভাসছে বাংলা?
প্রতীকী ছবি (Photo Credits: Flickr, Satish Krishnamurthy)

কলকাতা, ৭ মার্চ: আমের মুকুলর সুগন্ধ জানান দিচ্ছে বসন্ত বাতাসে। কোকিলের কুহু ডাক, চারিদিকে ফুটে ওঠা ফুল বলে দিচ্ছে ফাগুন লেগেছে বনে বনে। কিন্তু বসন্তে রৌদ্রজ্বল পেঁজা তুলোর মতো মেঘের দেখা নেই। গোটা শীতকাল ধরে বৃষ্টির পর বসন্তেও একনাগাড়ে হয়ে চলেছে। বসন্তেও ভিজছে গোটা বাংলা। অবিরাম বৃষ্টিতে (Rain) জেরবার রাজ্যবাসী। যারফলে শীতের আমেজ বজায় রয়েছে, তবে বসন্তে স্যাঁতস্যাতে আবহাওয়ার একটু অস্বস্তিতে রাজ্যবাসী।

দোলের আগে সপ্তাহ শেষে টানা বৃষ্টি। রাতে ঝমঝমিয়ে বৃষ্টির পর সকালে চলছে ঝিরি ঝিরি বৃষ্টি। সারাদিন ধরে আকাশ মেঘলা থাকছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জল জমে ভোগান্তি রাজ্যবাসীর। তবে রবিবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দোলের দিন বৃষ্টির কোনও পূর্বাভাস আপাতত নেই। আরও পড়ুন, ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রানা কাপুরের মুম্বইয়ের বাড়িতে হানা ইডির

আগামীকাল থেকে আকাশ খানিকটা পরিষ্কার হয়ে রোদ উঠতে পারে। রাত ২টো নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু কলকাতা ও তার সংলগ্ন এলাকায়৷ প্রায় এক ঘণ্টা ধরে চলে বৃষ্টি৷ দুপরের দিকে কলকাতার পারদ বাড়তে থাকে৷ কিন্তু ভোর রাতে একদফা বৃষ্টি হয় কলকাতা ও হাওড়ায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির কথা হাওয়া অফিস আগেই জানিয়েছিল৷ শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর৷ শনিবার সকালেও মাঝে মাঝে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷