নতুন দিল্লি, ১৯ ডিসেম্বর: এবার সরাসরি রাজ্যের বিরুদ্ধে কেন্দ্র। পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) বিরুদ্ধে মামলা করতে আদালতে যাচ্ছে কেন্দ্র। রাজ্যজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) প্রতিবাদের জেরে তাণ্ডবে রেলের প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি ক্ষতি হয়েছে! সেই অভিযোগেই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছে রেল। রাজ্যের বিরুদ্ধে রেল দেওয়ানি মামলা করতে চলেছে বলে জানা গিয়েছে।
রেল সূত্রে খবর, আধিকারিকরা মনে করছেন প্রতিবাদের নামে তাণ্ডবের জেরে রাজ্যজুড়ে ব্যাপকহারে রেলের সম্পত্তির ক্ষতি হয়েছে। যার জন্য দায়ী রাজ্য সরকারই। কারণ আইন-শৃঙ্খলা বজায় রাখা রাজ্যেরই দায়িত্বের মধ্যে পড়ে। তাণ্ডবের আগে আক্রমণকারীদের রাস্তাতেই আটকে দিলে, তারা সরকারি সম্পত্তি তথা ট্রেন (Train) বা স্টেশনের (Station) উপর হামলা চালাতে পারত না। বিক্ষোভকারীরা কেউ বাইরে মানে হঠাৎ করে এসে উদয় হয়নি। তারা সবাই এই রাজ্যের নাগরিক। তাই তাদের নিয়ন্ত্রণ করা রাজ্যের দায়িত্ব ছিল। একইসঙ্গে যে জায়গার উপর দিয়ে রেল লাইন গিয়েছে বা যেখানে স্টেশন অবস্থিত, তার সবটাই রাজ্যের জমি, রাজ্যের সম্পত্তি। আর এইসব কারণেই সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদের জেরে রেলের বিপুল পরিমাণ সম্পত্তির ক্ষতি হয়েছে। এই কারণেই রাজ্য সরকারের বিরুদ্ধে দেওয়ানি মামলায় যেতে চায় রেল। আরও পড়ুন: Mamata Banerjee: 'CAA নিয়ে রাষ্ট্রসংঘ ও মানবাধিকার কমিশনের তত্ত্বাবধানে গণভোট হোক', দাবি জানালেন মমতা ব্যানার্জি
তবে কোন আদালতে রেল (Rail) মামলা করতে চলেছে, সে সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, সুপ্রিম কোর্টের নির্দেশকে মাথায় রেখেই মামলা করতে চলেছে রেল। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টেই রাজ্যের বিরুদ্ধে রেল দেওয়ানি মামলা করবে কিনা, সেই প্রশ্নও উঠছে।