বন্দে ভারত এক্সপ্রেসে ইঁট ছোড়ার ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। কিন্তু শুধু বন্দে ভারত নয়, ভারতে চলন্ত ট্রেন লক্ষ্য করে ইঁট ছোঁড়ার অসভ্যতা আগের চেয়ে বেড়েছে। রেলের হিসেব বলছে, ২০২২ সালে ভারতে চলন্ত ট্রেন লক্ষ্য করে ইঁট বা পাথর ছোঁড়ার নথিভুক্ত কেসের সংখ্যা হল ১৫০৩টি।
চলন্ত ট্রেন লক্ষ্য করে ইঁট ছোঁড়ার ২০২২ সালে কারণে ৪৮৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে বাড়ির লোক বা অফিস-কর্মক্ষেত্রে বিবাদ বা অশান্তি থেকেও মানুষ চলন্ত ট্রেনে ইঁট ছুঁড়ে রাগ কমাতে চাইছেন। এতে রেলের যাত্রী সুরক্ষা প্রশ্নের মুখে পড়ছে।
দেখুন টুইট
Railway Protection Force Registers Over 1,500 Cases Of 'Stone Pelting On Moving Trains' In 2022 https://t.co/h84YpeKHEJ pic.twitter.com/616zZQAZNQ
— India Infra Hub (@IndiaInfraHub) January 27, 2023
যাতে এমন ঘটনা না ঘটে আরপিএফ বিশেষ ব্যবস্থা নিয়ে রেল লাইনের পার্শ্ববর্তী মানুষদের এই বিষয়ে সচেতন করা হয়েছে। ট্রেনে দাহ্য ও বিস্ফোরক পদার্থ বহন করে সফর করার অভিযোগে গত বছর শতাধিক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।