LOK SABHA ELECTIONS 2019: রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের গতবারের ফলাফল, প্রার্থী তালিকা একনজরে
আলিপুরদুয়ার কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই। (File Photo)

রায়গঞ্জ:‌ কংগ্রেসের দাপুটে প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ে কেন্দ্র রায়গঞ্জ (Raiganj)। ১৯৭২ সালের লোকসভা ভোটে বিপুল ভোটে জিতে ছিলেন তিনি। কংগ্রেসের গড়ে বামেরা প্রথম থাবা বসায় ১৯৯১ সালে।

বিধানসভা কেন্দ্র:‌ ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ।

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মোটের উপর বাম–কংগ্রেসে ভর করেই থেকেছে। হেভিওয়েট প্রার্থীদের ভিড় এখানে প্রথম থেকে। সিদ্ধার্থ শঙ্কর রায়, দীপা দাসমুন্সি, মহম্মদ সেলিম একাধিক হেভিওয়েট নেতাদের দখলে থেকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র।

২০১৪ সালের লোকসভা ভোটের ফলাফল:‌

মহম্মদ সেলিম (‌সিপিএম)‌—প্রাপ্ত ভোট ৩,১৭,৫১৫(Mahammad Selim)

দীপা দাসমুন্সি(‌কংগ্রেস)‌—প্রাপ্ত ভোট ৩,১৫,৮৮১(Dipa Dashmunsii)

নিমু ভৌমিক(‌বিজেপি)‌—প্রাপ্ত ভোট ২,০৩,১৩১(BJP)

সত্যরঞ্জন দাসমুন্সি(‌তৃণমূল কংগ্রেস)‌—প্রাপ্ত ভোট ১,৯২,৬৩৪

২০১৯ সালের লোকসভা ভোটের প্রার্থী

মহম্মদ সেলিম (‌সিপিএম)‌

দীপা দাসমুন্সি(‌কংগ্রেস)

দেবশ্রী রায়চৌধুরী(‌বিজেপি)‌

কানহাইয়া লাল আগরওয়াল(‌তৃণমূল কংগ্রেস)‌

মন্তব্য:‌ বামেদের দখলে থাকা এই লোকসভা কেন্দ্র এবারও যে তৃণমূল খুব একটা সুবিধে করতে পারবে তা নয়। তবে ব্যবধান অনেকটাই কমবে।