কলকাতা, ১৩ অগাস্ট: গত ৯ অগাস্ট আরজিকর হাসপাতালের (R.G. Kar Hospital) সেমিনার রুমে রাতের অন্ধকারে নারকীয় অত্যাচার চালানো হয় এক ট্রেনি চিকিৎসকের উপর (Kolkata Doctor Death)। ওই মহিলা চিকিৎসককে ধর্ষণের পর খুনের অভিযোগ ওঠে। নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষভ শুরু হয়। সেই বিক্ষোভের আঁচ পড়ে গোটা দেশ জুড়েও।
আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার থেকে গোটা দেশের একাধিক সরকারি হাসপাতালের বর্হিবিভাগ বন্ধ থাকবে বলে ঘোষণা করে ফেডেরেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন (FAIMA)। যার জেরে আরজিকর-সহ দেশের বিভিন্ন হাসপাতালে দেখাতে আসা বহু রোগীকে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।
আরও পড়ুন: R.G. Kar Hospital: মোবাইলে ভর্তি পর্ন, মহিলা চিকিৎসক খুনে অভিযুক্ত সঞ্জয় জেরায় বলল, 'ফাঁসি দিলে দিন'
গোটা দেশ জুড়ে যখন বিক্ষোভের আঁচ পড়তে শুরু করে, সেই সময় ১৪ অগাস্ট মাঝ রাতে প্রতিবাদে নামবেন মহিলারা। 'The Night Is Ours' নাম দিয়ে কলকাতা থেকে জেলায় জেলায় প্রতিবাদে মুখর হবেন প্রত্যেকে। স্বাধীনতা দিবসের সূর্যোদয়ের আগের রাতে বাংলার প্রত্যেক রাস্তা দখল করবেন মেয়েরা।
দেখুন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের পোস্ট...
আরজিকরের ঘটনার প্রতিবাদে চিকিৎসকদের পাশে যে তারকা থেকে শুরু করে সাধারণ মানুষও দাঁড়াতে শুরু করেছেন, তা ফের স্পষ্ট হচ্ছে। কলকাতার যাদবপুর থেকে শুরু করে জেলার সোদপুর, লিলুয়া, হাবড়া, বনগাঁ, প্রত্যেক এলাকায় আরজিকরের নির্যাতিতার হয়ে বিচার চাইবেন মেয়েরা। সেই সঙ্গে রাতের অন্ধকারেও যাতে মেয়েরা সুরক্ষিত থাকেন, ১৪ অগাস্ট রাত থেকে শুরু হবে সেই দাবিও।