কলকাতা, ১৯ অগাস্ট: সোমবার সকালে ফের সিবিআইয়ের দফতরে হাজির হতে হল সন্দীপ ঘোষকে (Sandip Ghosh)। এই নিয়ে টানা ৪ দিনসল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের (CBI) অফিসে হাজির হলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ৪ দিনের মাথাতেও সন্দীপ ঘোষকে কেন্দ্রীয় তদন্তকারী দফতরের আধিকারিকরা টানা জিজ্ঞাসাবাদ করবেন বলেই মনে করা হচ্ছে। দফায় দফায় জিজ্ঞাসাবাদের জেরে, সোমবার সিবিআই অফিসের পিছন গেট দিয়ে ঢোকেন সন্দীপ ঘোষ। তবে সেখানেও হাজির হয়ে যায় সংবাদমাধ্যম। আরজি করের (R.G. Kar Hospital) ঘটনায় যাতে কোনওভাবে তাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে না হয়, তার চেষ্টা করেন তিনি। তবে এ
সিবিআই দফতরে সন্দীপ ঘোষ...
VIDEO | Kolkata doctor rape-murder case: RG Kar Hospital's former principal Sandip Ghosh reached CBI office for the fourth time.
(Full video available on PTI Videos - https://t.co/dv5TRARJn4) pic.twitter.com/AMuKXASwC6
— Press Trust of India (@PTI_News) August 19, 2024
গত ৯ অগাস্ট আরজি করে এক ট্রেনি চিকিৎসকের উপর নির্মম নির্যাতন (Kolkata Doctor Death) চালানো হয়। ধর্ষণের পর খুন করা হয় ওই তরুণী চিকিৎসককে। যে খবর প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। হাসপাতালের সেমিনার রুমের মধ্যে কীভাবে এক চিকিৎসকের উপর নারকীয় অত্যাচার চালানো হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। আরজি কর হাসপাতালের ঘটনায় এরপর জনরোষের জেরে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় সন্দীপ ঘোষকে।
আরও পড়ুন: R.G. Kar Hospital: আরজি কর-কাণ্ডে SFI, DYFI-এর ৭ সদস্য, এক চিকিৎসককে সমন কলকাতা পুলিশের
আরজি কর থেকে সরিয়ে সন্দীপ ঘোষকে কলকাতা ন্যাশানাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলেও, সেখানেও বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। শেষে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে সন্দীপ ঘোষকে ১৫ দিনের ছুটিতে পাঠানো হয়।