Sandip Ghosh (Photo Credit: Twitter/PTI)

কলকাতা, ২০ অগাস্ট: ফের সিজিও কমপ্লেক্সে হাজির হলেন সন্দীপ ঘোষ। এই নিয়ে পরপর ৫ দিন সিবিআই দফতরে হাজির হতে হল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। গত ৪ দিনে টানা ৫০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপ ঘোষকে। ৫০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করলেও, বহু তথ্যের গড়মিল রয়েছে সন্দীপ ঘোষের বয়ানে।সেই কারণে ফের পঞ্চম দিনে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হতে হয় সন্দীপ ঘোষকে। এদিকে সন্দীপ ঘোষের দেওয়া তথ্যে একাদিক গড়মিল রয়েছে, ফলে তাঁর পলিগ্রাফ টেস্ট হতে পারে বলে খবর।

আরও পড়ুন: R.G. Kar Hospital: 'জলদি করো', আরজি করে নির্যাতিতা চিকিৎসকের দেহ সৎকারের সময় কী হয়, শ্মশানের ম্যানেজার কী বললেন

অন্যদিকে আরজি করে নির্যাতিতা চিকিৎসকের নাম, পরিচয় প্রকাশ করা হয়েছে। এই অভিযোগে এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করা হল। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া সাইটে কোন কোন মানুষ আরজি কর-কাণ্ডে নির্যাতিতা তরুণী চিকিৎসকের নাম, পরিচয় প্রকাশ করেছেন, সে বিষয়েও পুলিশ খোঁজ শুরু করেছে।