কলকাতা, ২০ অগাস্ট: আরজি করে (R.G. Kar Hospital) নির্যাতিতার শেষকৃত্যের সময় নিয়েও প্রশ্ন উঠছে। এবার শ্মশানে সেদিন আরজি করের নির্যাতিতা এবং খুন হওয়া চিকিৎসকের (Kolkata Doctor Death) দেহ নিয়ে গেলে, সেখানে পুলিশ ছিল। পুলিশই তাড়া দিতে শুরু করে 'জলদি করো' বলে। শ্মশানের কর্মীর তরফে এমনই জানানো হয় একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে।
রিপোর্টে প্রকাশ, আরজি করে নির্যাতিতা চিকিৎসক পড়ুয়ার দেহ যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, তাঁর আগে আরও দেহ ছিল। কিন্তু পুলিশের তৎপরতায় নির্যাতিতার দেহের সৎকার আগে করানো হয়। দেহ দেরি করে শ্মশানে পৌঁছনো সত্ত্বেও, সৎকার আগে করা হয় বলে সেখানকার ম্যানেজার জানান।
পুলিশের তৎপরতাতেই সেদিন নির্যাতিতা তরুণী চিকিৎসকের দেহ 'জলদি' সৎকার করা হয় বলে দাবি শ্মশানের ম্যানেজারের। তবে সৎকারের সময় ওই চিকিৎসক পড়ুয়ার মা সেখানে হাজির ছিলেন বলেও শ্মশানের ম্যানেজার জানান। সৎকারের আগে পুলিশ শ্মশানের ম্যানেজারকে জানায়, বাচ্চা মেয়ে দেখুন যদি আগে করা যায়। শ্মশানের ম্যানেজার এমনই মন্তব্য করেন ট্রেনি চিকিৎসকের শেষযাত্রা নিয়ে। পাশাপাশি শ্মশানে যখন ওই চিকিৎসকের দেহ নিয়ে আসা হয়, সেই সময় তাঁর 'একটা কানের বেশ কিছুটা অংশ ছিল না' বলেও শ্মশানের ম্যানেজার দাবি করেন।