কলকাতা, ১৯ অগাস্ট: আরজি করে (R.G. Kar Hospital) চিকিৎসক (Kolkata Doctor Death) নির্যাতন কাণ্ডে ময়না তদন্তের রিপোর্টে উঠে এল একাধিক তথ্য। ময়ানতদন্তের রিপোর্ট অনুযায়ী, ওই চিকিৎসকের দেহে একাধিক ক্ষতচিহ্নের দেখা মেলে। মৃত্যুর আগে ওই চিকিৎসককে যৌন হেনস্থা করা হয়েছে। রিপোর্টে এমন কথা স্পষ্ট জানানো হয়েছে। এমনকী, ওই চিকিৎসকের যৌনাঙ্গে কিছু প্রবেশ করানো হয়েছিল জোর করে। ময়নাতদন্তের রিপোর্টে এমনও জানানো হয়েছে। সেই সঙ্গে আরজি কর হাসপাতালের চিকিৎসককে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলেও ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়।
রিপোর্ট অনুযায়ী, ওই মহিলা চিকিৎসকের শরীরের বিভিন্ন জায়গায় ১৬টি ক্ষত চিহ্ন রয়েছে। ওই চিকিৎসক পড়ুয়ার থুঁতনি, ঠোঁট, নাক, গলা, হাত এবং হাঁটুতে চোট রয়েছে বলেও ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছে। সেই সঙ্গে শরীরের অর্ন্তস্থলেও ওই চিকিৎসক পড়ুয়ার একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে ময়নাতদন্তের রিপোর্টে আরও জানানো হয়েছে, ওই চিকিৎসকের সারা শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষতচিহ্ন রয়েছে।
যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে সেখানে আরও জানানো হয়, ওই চিকিৎসকের যৌনাঙ্গে একটি সাদা রঙের তরলের প্রমাণ মিলেছে। তবে ওই তরলের ধরন কী, সে বিষয়ে রিপোর্টে কিছু জানানো হয়নি। তবে গলার হাড় ভেঙেছে বলে যে খবর মিলেছিল, রিপোর্টে তার কোনও উল্লেখ নেই। চিকিৎসকের শরীরের একাধিক জায়গায় রক্ত জমাট বাধা ছিল বলে ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে। রয়েছে ফুসফুসে ক্ষতচিহ্নও।
সবকিছুমিলিয়ে গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের সেমিনার রুমে মাঝরাতে চিকিৎসক পড়ুয়ার উপর যে নৃশংস অত্যাচার চালানো হয়, তা কার্যত স্পষ্ট ময়নাতদন্তের রিপোর্টে।