Protest For RG Kar (Photo Credit: Twitter/Sudhanidhi Bandyopadhyay)

কলকাতা, ১৯ অগাস্ট: আরজি করে (R.G. Kar Hospital) চিকিৎসক নির্যাতনের ঘটনায় সোমবার দুপুরে প্রতিবাদে পথে নামেন আইনজীবারা (Lawyer )। সোমবারের মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের বিরুদ্ধে তোপ দাগেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। আরজি করের ঘটনায় 'রাজ্য সরকার সাক্ষীদের প্রভাবিত করতে চাইছে' বলে অভিযোগ করেন বিকাশরঞ্জন। শুধু তাই নয়, 'নির্যাতিতার পরিবারকে অর্থ সাহায্য করে ওই ঘটনাকে মুখ্যমন্ত্রী লঘু করতে চাইছেন বলেও ইঅভিযোগ করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য'।

সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন,  'মুখ্যমন্ত্রীর ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। বিকাশরঞ্জনের অভিযোগ, যেখানেই ধর্ষণের ঘটনা ঘটে, মুখ্যমন্ত্রী নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে চান এবং অর্থ সাহায্যের প্রস্তাব দেন। যা দিয়ে গোটা ঘটনার সমাপতন তিনি চান' বলে অভিযোগ করেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র।

এসবের পাশাপাশি আরজি করের নির্যাতিতার পরিবার মুখ্যমন্ত্রীর কাছ থেকে আর্থিক সাহায্য নিতে চাননি। তাঁরা তা ফিরিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই 'খেলার' অংশীদার নির্যাতিতার পরিবার হতে চাননি বলেই তাঁরা ওই অর্থ সাহায্য ফিরিয়ে দিয়েছেন বলেও দাবি করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।

সম্প্রতি মুখ্যমন্ত্রীর আর্থিক সাহায্য ফিরিয়ে দেন নির্যাতিতার বাবা। তাঁরা ওই অর্থ নেবেন না বলে জানিয়ে দেন। তাঁদের মেয়ের সঙ্গে যা হয়েছে, তাঁরা তার বিচার চান বলেও জানিয়ে দেন নির্যাতিতার বাবা।