কলকাতা, ১৩ অগাস্ট: আরজিকর (R.G. Kar Hospital) থেকে ইস্তফা দেওয়ার পর অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) কেন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ফের নিয়োগ করা হল, তা নিয়ে শুরু হল প্রতিবাদ। মঙ্গলবার সকালে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে (Calcutta National Medical College & Hospital) গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়ক স্বর্ণ কমল সাহা এবং রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান। চিকিৎসক সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাালের অধ্যক্ষ হিসেবে তাঁরা মেনে নেবেন না বলে রাজ্যের মন্ত্রী জাভেদ খান এবং তৃণমূল বিধায়ক স্বর্ণ কমল সাহাকে স্পষ্ট জানিয়ে দিতে শুরু করেন সেখানকার হবু চিকিৎসকরা।
দেখুন ভিডিয়ো...
#WATCH | RG Kar Medical College and Hospital rape-murder incident | West Bengal minister Javed Ahmed Khan and TMC MLA Swarna Kamal Saha face protest by students at Calcutta National Medical College & Hospital in Kolkata, as they arrive here.
Principal of RG Kar Medical College… pic.twitter.com/CLKg6S5c8i
— ANI (@ANI) August 13, 2024
গত ৯ অগাস্ট আরজিকর হাসপাতালের সেমিনার রুমে রাতের অন্ধকারে নারকীয় অত্যাচার চালানো হয় এক ট্রেনি চিকিৎসকের উপর (Kolkata Doctor Death)। ওই মহিলা চিকিৎসককে ধর্ষণের পর খুনের অভিযোগ ওঠে। নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষভ শুরু হয়। সেই বিক্ষোভের আঁচ পড়ে গোটা দেশ জুড়েও।
আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার থেকে গোটা দেশের একাধিক সরকারি হাসপাতালের বর্হিবিভাগ বন্ধ থাকবে বলে ঘোষণা করে ফেডেরেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন (FAIMA)। যার জেরে আরজিকর-সহ দেশের বিভিন্ন হাসপাতালে দেখাতে আসা বহু রোগীকে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।