কলকতাঃ আর জি কর কাণ্ডে(R G Kar Case) বর্তমানে সিবিআই(CBI) স্ক্যানারে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ(Sandip Ghosh)। দফায়-দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে। গত তিনদিন ধরে চলছে ম্যারাথন জেরা। আগেই তাঁর বিরুদ্ধে হাসপাতালে আর্থিক বেনিয়মের অভিযোগ উঠেছিল। এ বার সন্দীপ ঘোষের অধীনে আরজি করের বিভিন্ন আর্থিক অনিয়ম খুঁজে বের করতে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম বা সিট(SIT) গঠন করল রাজ্য। সোমবার এমনই বিজ্ঞপ্তি জারি করল নবান্ন(Nabanna)। আইজি পদমর্যাদার আইপিএসের নেতৃত্বে সিট গঠন করা হয়েছে বলে খবর। এই দলের মাথায় থাকছেন আইপিএস আধিকারিক প্রণব কুমার। এই বিশেষ দলে থাকবেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি ওয়াকার রেজা, ডিআইজি সিআইডি সোমা মিত্র দাস এবং কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। শুধু তাই নয়, প্রয়োজনে রাজ্য এবং কলকাতা পুলিশের আধিকারিকদেরও নিযুক্ত করা হতে পারে বলে সূত্রের খবর। ২০২১ সাল থেকে ২০১৪ পর্যন্ত আর জি কর হাসপাতালের বিরুদ্ধে ওঠা সমস্ত আর্থিক বেনিয়মের তদন্ত করবেন তাঁরা। প্রসঙ্গত, আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন-ধর্ষণের ঘটনার পর থেকেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নামে একের পর অভিযোগ উঠতে থাকে। আর্থিক বেনিয়ম থেকে হাসপাতালে গুন্ডারাজ এসবের জন্য ভালই বিখ্যাত ছিলেন তিনি। তাঁর অনুমতি ছাড়া হাসপাতালের একটি পাতাও নড়ত না বলে দাবি করেছেন অনেকেই। এ বার সেই সন্দীপের বিরুদ্ধেই তদন্তের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার, স্বাবাভিকভাবেই আরও বিপাকে ফেলল পদত্যাগী অধ্যক্ষকে।
🚨 BIG BREAKING 🚨
📃#WestBengal Government has constituted an SIT to investigate allegations of financial irregularities against Dr. Sandip Ghosh, Former Principal of #RGKarHospital.#justiceformoumitadebnath #JusticeForMoumita #RGKAR #MamataBanerjee #MamataMustQuit pic.twitter.com/VVXcTvmVP7
— Aktar (@sohel_33293) August 19, 2024