FIR against Naveen Kumar Jindal: নবী মুহাম্মদ সম্পর্কে মন্তব্য, নূপুরের পর নবীন কুমার জিন্দালের বিরুদ্ধেও এফআইআর কলকাতা পুলিশের

নবী মুহাম্মদ (Prophet Muhammad) সম্পর্কে বিতর্কিত মন্তব্যের অভিযোগে প্রাক্তন বিজেপি নেতা নবীন কুমার জিন্দালের (Naveen Kumar Jindal) বিরুদ্ধে কলকাতা পুলিশ (Kolkata Police) একটি এফআইআর (FIR) দায়ের করেছে। তাকে তদন্তে যোগ দেওয়ার জন্য নোটিশও দেওয়া হয়েছে। এর আগে মুম্বই, থানে এবং দিল্লি পুলিশও জিন্দালের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় কলকাতার জোড়াসাঁকো থানায় (Jorasanko Police Station) জিন্দালের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

Close
Search

FIR against Naveen Kumar Jindal: নবী মুহাম্মদ সম্পর্কে মন্তব্য, নূপুরের পর নবীন কুমার জিন্দালের বিরুদ্ধেও এফআইআর কলকাতা পুলিশের

নবী মুহাম্মদ (Prophet Muhammad) সম্পর্কে বিতর্কিত মন্তব্যের অভিযোগে প্রাক্তন বিজেপি নেতা নবীন কুমার জিন্দালের (Naveen Kumar Jindal) বিরুদ্ধে কলকাতা পুলিশ (Kolkata Police) একটি এফআইআর (FIR) দায়ের করেছে। তাকে তদন্তে যোগ দেওয়ার জন্য নোটিশও দেওয়া হয়েছে। এর আগে মুম্বই, থানে এবং দিল্লি পুলিশও জিন্দালের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় কলকাতার জোড়াসাঁকো থানায় (Jorasanko Police Station) জিন্দালের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

পশ্চিমবঙ্গ Sanjoy Patra|
FIR against Naveen Kumar Jindal: নবী মুহাম্মদ সম্পর্কে মন্তব্য, নূপুরের পর নবীন কুমার জিন্দালের বিরুদ্ধেও এফআইআর কলকাতা পুলিশের
Naveen Kumar Jindal (Photo: Twitter)

নতুন দিল্লি, ২৬ জুন: নবী মুহাম্মদ (Prophet Muhammad) সম্পর্কে বিতর্কিত মন্তব্যের অভিযোগে প্রাক্তন বিজেপি নেতা নবীন কুমার জিন্দালের (Naveen Kumar Jindal) বিরুদ্ধে কলকাতা পুলিশ (Kolkata Police) একটি এফআইআর (FIR) দায়ের করেছে। তাকে তদন্তে যোগ দেওয়ার জন্য নোটিশও দেওয়া হয়েছে। এর আগে মুম্বই, থানে এবং দিল্লি পুলিশও জিন্দালের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় কলকাতার জোড়াসাঁকো থানায় (Jorasanko Police Station) জিন্দালের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

জিন্দালকে পাঠানো নোটিশে বলা হয়েছে, "জোড়াসাঁকো থানায় নথিভুক্ত মামলার তদন্তের সময় এটি প্রকাশ পেয়েছে যে তথ্য ও পরিস্থিতি জানার জন্য আপনাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। তাই, এই নোটিশ প্রাপ্তির তারিখ থেকে সাত দিনের মধ্যে জোড়াসাঁকো থানায় তদন্তকারী অফিসারের সামনে হাজির হওয়ার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে।" হাজিরা না দিলে জিন্দালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কলকাতা পুলিশ। আরও পড়ুন: Maharashtra Political Crisis: ২০ মে একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রীর পদে বসার প্রস্তাব দিয়েছিলেন উদ্ধব ঠাকরে, দাবি আদিত্য ঠাকরের

নবী মুহাম্মদ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নবীন জিন্দালকে বহিষ্কার করেছে বিজেপি। নবীকে নূপুর শর্মার বিবৃতিকে সমর্থন করে পোস্ট করেছিলেন জিন্দাল। দেশের বিভিন্ন শহরের একাধিক থানায় নূপুরের (Nupur Sharma) বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়। যার মধ্যে শুধু কলকাতাতেই মোট ১০টি থানায় মামলা দায়ের হয়েছে। এর মধ্যে নারকেলডাঙা ও আমহার্স্ট স্ট্রিট থানার তরফে সাসপেন্ডেড বিজেপি নেত্রীকে তলব করা হয়েছিল। যদিও হাজিরা দেওয়ার জন্য কয়েক সপ্তাহ সময় চেয়েছেন নূপুর।

শহর পেট্রল ডিজেল
View all
Currency Price Change