রাজ্যে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ (Dakshineswar Kali Temple)। কল্যাণী এইমসের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই রাজ্যে এসেছেন তিনি। ইতিমধ্যেই তিনি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এদিকে আজ বিকেলেই দক্ষিণেশ্বর মন্দিরে (Dakshineswar Kali Temple) আসার কথা তাঁর। সেই কারণে ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর। এদিন দুপুর থেকেই মন্দিরের দরজা সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত নিরাপত্তাজনিত কারণেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ঘন্টাখানেক তিনি মন্দিরে থেকে আবারও তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন।

নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মন্দির

জানা যাচ্ছে, এদিন বিকেলে এসে সন্ধ্যারতি দেখবেন তিনি। তারপর ভবতারিনীর মন্দিরের গর্ভগৃহে ঢুকে পুজো দেবেন। তারপরে যাবেন নাটমন্দিরে। সেখানে সংবর্ধনা অনুষ্ঠান হবে। রাষ্ট্রপতিকে সম্মান জানাবেন মন্দির কর্তৃপক্ষ। রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হবে স্মারক, মানপত্র ও মা ভবতারিনীর একটি বাঁধানো ছবি। এরপর শ্রী রামকৃষ্ণর ঘর, রানি রাসমণি, রাধাকৃষ্ণের মন্দির পরিদর্শন করবেন তিনি।

আগামীকাল কোথায় যাবেন রাষ্ট্রপতি?

এরপর রাতে রাজভবনে ফিরবেন তিনি। সেখানেই রাত্রিবাস করে পরেরদিন সকালে একটি বৈঠকে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ। এরপর তিনি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেবেন। নিয়ম অনুযায়ী এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু ব্যস্ততার কারণে তিনি না থাকলেও রাষ্ট্রপতির সঙ্গে থাকছেন চন্দ্রিমা ভট্টাচার্য।