কলকাতা: আর কিছুক্ষণ পরেই মধ্য কলকাতার (Central Kolkata) ধর্মতলায় (Dharmatala) ভিক্টোরিয়া হাউসের সামনে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে বিজেপির মহা জনসভা (BJP rally) কলকাতা চলো (Kolkata Chalo)। তার আগে বুধবার সকালে দেখা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই সভায় আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দেখুন ভিডিয়ো:
#WATCH | Preparations underway for BJP rally 'Kolkata Chalo’ at Dharmatala in central Kolkata pic.twitter.com/8RIbmkx45g
— ANI (@ANI) November 29, 2023
এপ্রসঙ্গে বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদিকা ও আসানসোলের বিধায়িক অগ্নিমিত্রা পাল (BJP MLA Agnimitra Paul) বলেন, "আমাদের এই সমাবেশের অনুমতি নিতে আদালতে যেতে হয়েছিল। প্রতিবারের মতো এবারও আদালত ন্যায়বিচার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন কী হবে? কালো পতাকা দেখাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার সময় এসেছে।" আরও পড়ুন: Uttarkashi Tunnel Rescue: উত্তরকাশির সুড়ঙ্গে আটকে পড়া বাংলার শ্রমিকদের উদ্ধারে বিশেষ দল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের
দেখুন ভিডিয়ো:
Ahead of Amit Shah's public meeting in Kolkata today, BJP MLA Agnimitra Paul says, "We had to go to court to seek permission for this rally. Like every time, the court served justice. Mamata Banerjee is scared... what will happen by showing black flags? The time has come for… pic.twitter.com/c8ldTpnBQn
— ANI (@ANI) November 29, 2023