Sobhandeb Chattopadhyay Health Update: করোনা আক্রান্ত বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি, ভর্তি হাসপাতালে
রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Photo: Facebook)

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি: করোনায় (COVID-19) আক্রান্ত বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sobhandeb Chattopadhyay) শারীরিক অবস্থার আরও অবনতি। গত ১৮ ফেব্রুয়ারি করোনায় আক্রান্ত হন তিনি। এতদিন হোম আইসোলেশনে ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সংবাদমাধ্যম সূত্রের খবর, তাঁর শরীর খুব দুর্বল। জ্বর এবং গায়ে ব্যথা রয়েছে। শ্বাসকষ্ট নেই।

আগে থেকেই শারীরিক অসুস্থতা ছিল তাঁর। স্লিপডিস্কের সমস্যা ছিল। গত ১৭ ফেব্রুয়ারি সেকারণেই তিনি এসএসকেএম যান। সেখানে একটি ইনজেকশন নেন। তার একদিন পর থেকেই জ্বর আসে তাঁর। করোনার উপসর্গ ধরা পড়ে তাঁর শরীরে। ১৮ তারিখ তাঁর করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ আসে। আরও পড়ুন, রুজিরাকে জিজ্ঞাসাবাদ শেষ, অভিষেক ব্যানার্জির বাড়ি থেকে বেরলো সিবিআই

এর আগে তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ থাকলেও শ্বাসকষ্টের কোনও সমস্যা ছিল না। শরীরে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক ছিল। কিন্তু গত দু’দিনে তাঁর শারীরিক সমস্যা বাড়তে থাকে। যার জেরে আজ দুপুরে তাঁকে দক্ষিণ কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। জ্বর বাড়ায় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বয়সজনিত কারণে আশঙ্কায় চিকিৎসকেরা। মঙ্গলবার সরস্বতী পুজোর দিনও প্রচুর মানুষের সংস্পর্শে আসেন তিনি। সেখান থেকেই করোনা আক্রান্ত হন বলে আঁচ করা হয়।