Victoria Memorial. (Photo Form X)

কলকাতাঃ কলকাতার আকশে সন্দেহভাজন ড্রোনের (Suspicious Drone) উপস্থিতি চোখে পড়তেই শহরজুড়ে আঁটসাঁট নিরাপত্তা। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে লালবাজার। রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে কেন্দ্র। কোথা থেলে এল ওই একঝাঁক ড্রোন? কীভাবে আকাশে উড়ে বেড়াল সেগুলি? শেষে কোন দিক দিয়ে উধাও হল একাধিক উত্তর খোঁজার চেষ্টা করছেন গোয়েন্দারা। এরই মধ্যে শহরের বাড়তি নজরদারি পুলিশের। চলছে টহল। উল্লেখ্য, সোমবার রাতে কলকাতার আকাশে প্রায় সাত থেকে আটটি সন্দেহভাজন ড্রোন উড়তে দেখা যায়। বেহালা, মহেশতলার দিক থেকে সোজা হেস্টিংস এলাকায় আসে ওই ড্রোনগুলি। এরপর ফোর্ট উইলিয়াম পেরিয়ে কলকাতার ঐতিহ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের উপর দিয়ে উড়ে উধাও হয়ে যায় সেগুলি। প্রায় কুড়ি পঁচিশ মিনিট ধরে তিলোত্তমার আকাশে ভেসে বেড়ায় ড্রোনগুলি। আরও পড়ুনঃ কলকাতার আকাশে এক ঝাঁক সন্দেহভাজন ড্রোন, উদ্বেগে গোটা শহর

কলকাতার আকশে কোথা থেকে এল ড্রোন? রিপোর্ট চেয়ে পাঠাল কেন্দ্র

সন্দেহভাজন ড্রোনের উপস্থিতি লক্ষ্য করে লালবাজারে খবর দেয় হেস্টিংস থানার পুলিশ। এরপরই এই বিষয়ে শুরু হয় তদন্ত। বিষয়টি খতিয়ে দেখছে বায়ুসেনা। জানা গিয়েছে, তদন্তে সাহায্য করছে ইস্টার্ন কমান্ডের আধিকারিকরাও। স্বাভাবিকভাবেই রাতের অন্ধকারে কলকাতার আকশে সন্দেহভাজন ড্রোনের উপস্থিতি উদ্বেগ বাড়িয়েছে শহরবাসীর। লালাবাজারের তরফে সতর্ক করা হয়েছে শহরের বেশকিছু থানাকে।

কলকাতার আকাশে রহস্যজনক ড্রোন, আঁটসাঁট শহরের নিরাপত্তা, তদন্ত রিপোর্ট চেয়ে পাঠাল কেন্দ্র