
কলকাতাঃ এবার কলকাতার আকশে রহস্যময় ড্রোনের (Suspicious Drone)ঘোরাফেরা। রাতের অন্ধকারে শহরের আকাশে ঘুরে বেড়াল সাত-সাতটি ড্রোন। আর তা নিয়েই উদ্বিগ্ন লালাবাজার (Lalbazar)। শুরু হয়েছে তদন্ত। শহরের কয়েকটি থানাকে সতর্ক করল লালবাজার। সম্প্রতি দুই দেশের মধ্যে ঘটে যাওয়া সংঘাতের আবহে শহরের আকাশে সন্দেহভাজন ড্রোনের উপস্থিতি স্বাভাবিকভাবেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
কলকাতার আকাশে উড়ল একঝাঁক ড্রোন, শুরু তদন্ত
জানা গিয়েছে, সোমবার রাতে হেশতলা ও বেহালার দিক থেকে পরপর সাতটি ড্রোন উড়ে আসে। হেস্টিংস এলাকা হয়ে ফোর্ট উইলিয়াম, ময়দান ঘুরে দেখে ড্রোনগুলি। এরপর ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাথার উপর দিয়ে জওহরলাল নেহেরু রোডের গা ঘেঁসে পার্ক সার্কাসের দিকে যায় ড্রোনের ঝাঁক। ড্রোনের গতিবিধি দেখতে পেয়ে প্রথমেই লালবাজারকে খবর দেয় হেস্টিংস থানার পুলিশ। এর কিছুক্ষণের মধ্যেই উধাও হয়ে যায় ড্রোনগুলি। কোথা থেকে এসেছিল ড্রোনগুলি? এবং কোথায় চলে গেল? তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে লালবাজার ও ইস্টার্ন কম্যান্ড। তদন্তে হাত লাগিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
কলকাতার আকাশে এক ঝাঁক সন্দেহভাজন ড্রোন, উদ্বেগে গোটা শহর
#Breaking: Suspicious drone activity seen in #Kolkata skies last Monday evening. About 8-10 suspicious drones were spotted in South Kolkata’s- Bhawanipur, Hastings, Maidan, Rabindra Sadan around 8:30pm on Monday.
Drones seen in no-flying zone near vital installations like Fort…
— Pooja Mehta (@pooja_news) May 21, 2025