Representative Photo (Photo Credits: X)

ছয় বছরের শিশুকে বাড়িতে একা রেখে কাজে গিয়েছিল পরিবারের সদস্যরা। ফিরে এসে মৃত অবস্থায় উদ্ধার হয়েছিল ৬ বছরের নিখিল বিশ্বাস নামে নাবালকের দেহ। বুধবার চন্দননগরের (Chandannagar) এই ঘটনা সামনে আসার পর বৃহস্পতিবার সকাল থেকে মৃতের বাবা-মা দাবি করেন যে তাঁদের বাড়িতে ডাকাতি হয়েছে। লুঠ করা হয়েছে ৪০ হাজার টাকা। এবং ওই দুষ্কৃতিরাই খুন করেছে তাঁদের শিশুকে। তাঁদের এই দাবি অনুযায়ী শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কিন্তু বেলা গড়াতেই তাঁদের এই যুক্তি ধোপে টিকল না।

ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, শিশুকে খুন করা হয়নি। তবে শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে কিনা সেই বিষয়ে এখনও পরিস্কার নয়। ফলে ভিসেরা পরীক্ষার জন্য শিশুর দেহের নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রসঙ্গত, বুধবার চন্দননগরের কুন্ডুঘাট এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার হয়ছিল শিশুর নিথর দেহ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল, শিশুর বাবা নবকুমার বিশ্বাস কলকাতায় কর্মরত। ফলে তিনি সকালেই বেরিয়ে গিয়েছিলেন। এদিন তাঁর মা তনুশ্রী বিশ্বাস বিকেলের দিকে বেরিয়েছিলেন, আর তাঁর দিদি সকালেই স্কুলে বেরিয়েছিল।

ফলে বাড়িতে একা বসেই টিভি দেখছিল ৬ বছরের ওই শিশু। এদিন বিকেলে তাঁর দিদি বাড়ি ফিরে দেখে যে ঘরের মধ্যে নিথর অবস্থায় পড়ে রয়েছে তাঁর ভাইয়ের দেহ। তারপরেই বাবা-মাকে খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা ঘরে এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।