কলকাতা: বাংলায় আসছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) জানিয়েছেন, সন্দেশখালি (Sandeshkhali)-তে মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদ জানাতে বাংলায় আসবেন প্রধানমন্ত্রী। আগামী ৭ মার্চ বারাসাত (Barasat)-এ প্রধানমন্ত্রী সভা করবেন।
সুকান্ত মজুমদার বলেন, আমরা আপাতত বারাসাতে সভা ঠিক করেছি। কারণ সন্দেশখালিতে রাজ্য প্রশাসনের তরফে নানারকম বাধা আসছে। এই সরকার অগণতান্ত্রিক সরকার। সরকারের গালে থাপ্পড় মারার জন্য প্রধানমন্ত্রী যাচ্ছেন। কোর্ট তো অনেকবার থাপ্পড় মেরেছে। এবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপি থাপ্পড় মারবে, রাজনৈতিক থাপ্পড়। মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে, তা কোনওভাবে সহ্য করা যায় না। তার প্রতিবাদ জানাতে, মহিলাদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী যাচ্ছেন। সন্দেশখালির মা-বোনেদের পাশে থাকার বার্তা দিতে তিনি বাংলায় আসবেন। আরও পড়ুন: Sandeshkhali: বিজেপির পথ আটকে সন্দেশখালিতে তৃণমূলের প্রতিনিধি দল, পুষ্পবৃষ্টিতে স্বাগত
সুকান্ত আরও বলেন, এদিনের সভা মূলত মহিলাদের নিয়েই, পাশাপাশি অনান্যরাও উপস্থিত থাকবেন।