বসিরহাট, ২২ মে: আকাশপথে আম্ফান ঘূর্ণিঝড় (Cyclone Amphan) বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। বায়ুসেনার হেলিকপ্টারে করে তাঁরা এই পরিদর্শন করেন। এক ঘণ্টার সফরে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা তাঁরা পরিদর্শন করেন। এরপর তাঁরা বিধ্বস্ত বসিরহাটে পৌঁছান। বসিরহাট (Basirhat) কলেজের পিছনের মাঠে তৈরি অস্থায়ী হেলিপ্যাডে নামে চপার। কলেজের দোতলাতেই শুরু উচ্চপর্যায়ের বৈঠক। ঘোষিত হতে পারে আর্থিক প্যাকেজ। আজই ভুবনেশ্বর যাবেন প্রধানমন্ত্রী৷ দুপুর ১.৩০: ভুবনেশ্বরের উদ্দেশে রওনা৷
সকাল ১০টা বেজে ৪৯ মিনিটে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ঠিক ২০ মিনিট আগে বিমানবন্দরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেরে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সঙ্গে বিশেষ হেলিকপ্টারে রওনা হন প্রধানমন্ত্রী। আরও পড়ুন: PM Modi In Kolkata: কাঁটায় কাঁটায় ১১.২০ মিনিট, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে সঙ্গে নিয়ে আম্ফান বিধ্বস্ত এলাকার পরিদর্শনে প্রধানমন্ত্রী
#WATCH: PM Narendra Modi conducts aerial survey of areas affected by #CycloneAmphan in West Bengal. CM Mamata Banerjee is also accompanying. pic.twitter.com/Da7NebJhws
— ANI (@ANI) May 22, 2020
এদিন বিমানবন্দরে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, আম্ফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দুই জেলার বিশদ বিবরণ আজ প্রধানমন্ত্রী কাছে পেশ করবেন তিনি। এই জেলাগুলির মধ্যে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হবে। যাবতীয় খতিয়ান প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। এদিকে একদিন আগেই ১ হাজার কোটি টাকার অর্থ বরাদ্দ করেন মুখ্যমন্ত্রী ৷ এদিন প্রশাসনিক বৈঠকে আরও টাকার কেন্দ্রীয় অনুদান চাইবেন মমতা তিনি৷ পাশাপাশি রাজ্যের এই পরিস্থিতিতে অতি দ্রুত টাকার বরাদ্দ ছেড়ে দেওয়ার জন্যেও আবেদন জানানো হবে।