দিল্লি, ২১ এপ্রিল : শঙ্খ ঘোষের প্রয়াণে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ট্য়ুইটার হ্যান্ডেলের মাধ্যমে কবির মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলা এবং ভারতীয় সাহিত্যে শঙ্খ ঘোষের অবদান অবিস্মরণীয়। শঙ্খ ঘোষের (Shankha Ghosh) প্রয়াণে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
বুধবার সাকলে প্রয়াত হন শঙ্খ ঘোষ। করোনার (Corona) দ্বিতীয় ঢেউ কেড়ে নেয় কবির প্রাণ। ৮৯ বছরে প্রয়াত হন তিনি। বুধবার সকাল থেকে শঙ্খ ঘোষের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শেষ পর্যন্ত আর রক্ষা করা যায়নি তাঁকে।
Shri Shankha Ghosh will be remembered for his contributions to Bengali and Indian literature. His works were widely read and admired. Saddened by his demise. Condolences to his family and friends. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) April 21, 2021
গত সপ্তাহেই করোনায় আক্রান্ত হন শঙ্খ ঘোষ। কোভিডে আক্রান্ত হলেও, বাড়িতেই চলছিল কবির চিকিৎসা। হাসপাতালে যেতে রাজি হননি, তাই বাড়িতেই চলছিল তাঁর চিকিৎসা।
আরও পড়ুন : COVID-19 vaccine : বিনামূল্যে করোনার টিকা, ঘোষণা অসম সরকারের
শঙ্খ ঘোষের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বাংলা (West Bengal)। সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেন সাধারণ মানুষও।বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন শঙ্খ ঘোষ। তার সঙ্গে যোগ হয় করোনা সংক্রমণ।
শঙ্খ ঘোষের শেষকৃত্য যাতে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করা যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।