Petrol Diesel Price Hike: পর পর চারদিন, তৃতীয়াতে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম
Petrol Pump (Photo Credits: ANI)

কলকাতা, ৮ অক্টোবর: দেবীপক্ষের শুরু থেকে চড়চড়িয়ে চড়ছে জ্বালানি তেলের দাম (Petrol Diesel Price Hike)৷ তৃতীয়ার সকালে ফের ঊর্ধ্বমুখী পেট্রোল ডিজেল৷ কলকাতায় লিটার প্রতি ডিজেল মিলবে ৯৫ টাকা ২৩ পয়সায়৷ আজ ফের লিটারে ৩৫ পয়সা বাড়ল ডিজেলের মূল্য৷ কলকাতার বাসিন্দাদের আজ এক লিটার পেট্রোল কিনতে খরচ করতে হবে ১০৪ টাকা ২৩ পয়সা৷ এখানে শুক্রবার লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ল ২৯ পয়সা৷ গত ৫ তারিখ থেকে দেশে পেট্রোল ডিজেলের দাম ঊর্ধ্বমুখী৷ এর আগে গত ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর, পরপর চারদিন বেড়েছিল জ্বালানির দাম। মাঝে ৪ তারিখ স্বস্তির পরিবেশ তৈরি হলেও ৫ তারিখ থেকে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে পেট্রোল ডিজেলের ক্রমবর্ধমান মূল্য৷ আরও পড়ুন- Mamata Banerjee Wishes Happy Navratri: নবরাত্রিতে দেশবাসীর জন্য কী চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়? পড়ুন টুইট

ঊর্ধ্বমুখী পেট্রোল ডিজেল

দিল্লিতে এদিন লিটারে ৩০ পয়সা করে বেড়েছে পেট্রোলের দাম৷ শুক্রবার রাজধানীতে লিটার প্রতি পেট্রোল বিকোচ্ছে ১০৩ টাকা ৫৪ পয়সায়৷ অতিরিক্ত ৩৫ পয়সা বেড়ে যাওয়ায় এক লিটার ডিজেল কিন্তে গেলে ক্রেতাকে গুনতে হবে ৯২ টাকা ১২ পয়সা৷ বাণিজ্য নগরীতে পয়সা বাড়ল পেট্রোলের দাম৷ ১ লিটার পেট্রোল কিনতে গেলে পকেট থেকে খসবে ১০৯ টাকা ৫৪ পয়সা৷ একইভাবে ডিজেল কিনতে গেলে ৯৯ টাকা ৯২ পয়সা৷ শুক্রবার মুম্বইতে লিটার প্রতি ডিজেলের মূল্য বাড়ল ৩৭ পয়য়সা৷