
কলকাতাঃ আজ, ২০ এপ্রিল বিগ্রেডে (Brigade) বামেদের (CPIM) সমাবেশ। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhatyacharya)মৃত্যুর পর এটাই সিপিএমের প্রথম ব্রিগেড। ফলে এই সমাবেশের দিকে বাড়তি নজর থাকছে। চলছে শেষ মুহূর্তের প্রস্ততি। গ্রাম ও শহরের বিভিন্ন দিক থেকে ব্রিগেডের দিকে রওনা দিয়েছেন কর্মী সমর্থকেরা।শনিবার উত্তরবঙ্গ থেকে ট্রেনে চেপে কলকাতায় পৌঁছেছেন বহু কর্মী সমর্থকরা। এদিন ব্রিগেড সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এই সমাবেশকে দুর্নীতির বিরুদ্ধে মেহনতি মানুষের লড়াই বলে নাম দিয়েছেন সেলিম। ব্রিগেডের সমাবেশে যোগ দেওয়ার জন্য যারা দূর থেকে কলকাতায় আসছেন তাঁদের থাকার জন্য রামলীলা ময়দানে ব্যবস্থা করা হয়েছে বলে জানান সেলিম।
কেমন চলছে বামেদের ব্রিগেডের শেষ মুহূর্তের প্রস্তুতি?
এসএসসি দুর্নীতি, রাজ্যের পরিস্থিতি সহ একাধিক ইস্যু নিয়ে এবারের বামেদের এই সমাবেশ। এবারে তরুণ সমাজ আরও বেশী ব্রিগেডমুখী হবে বলেই আশা সিপিএম নেতৃত্বের। দলের জেলা সম্পাদক দেবব্রত ঘোষ বলেন, ‘‘ ব্রিগেড সমাবেশে যাওয়ার জন্য জেলার চারটি মহকুমা থেকে ৪০০ বাস ভাড়া করা হয়েছে। পাশাপাশি, ট্রেকার এবং ছোট গাড়িও রয়েছে। আগে ব্রিগেড সমাবেশ হলে ডানকুনি টোল প্লাজ়া খুলে দেওয়া হয়। বাড়তি গাড়ির চাপ সামালাতে এটা করা হত। এ বারও সেটা হলে ভালই হবে।’’ অন্যদিকে চন্দননগর কমিশনারেট সূত্রের খবর, ব্রিগেডের পথে যাতে কর্মী সমর্থকদের কোনও সমস্যা না হয় তাই ডানকুনি টোল প্লাজা, এফসিআই মোড় এবং ডানকুনি চৌমাথায় বাড়তি পুলিশ নজরদারি থাকছে। মঞ্চ বাঁধার কাজ শেষ। এবার শুধু অপেক্ষার পালা।
রবিতে বামেদের ব্রিগেড, জেলা থেকে আসছে ৪০০ বাস বোঝাই মানুষ
Toiling Masses of West Bengal are set to join tomorrow's #PeoplesBrigade at Brigade Parade Ground of Kolkata. People from interior areas are already on the way to the Brigade.The CPIM Polit Bureau Member and West Bengal State Secretary Md Salim this evening visited the Ground Z. pic.twitter.com/uVZh76pvvo
— KB (@KbSundarmyth) April 19, 2025