শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২-এর ২২ জুলাই গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তারপর থেকে একাধিকবার জামিনের আবেদন করেছিলেন তিনি। কিন্তু প্রতিবারই তা কোনও না কোনও কারণে খারিজ বা পিছিয়ে যাচ্ছে। এদিকে পার্থর শারীরিক অসুস্থতার কারণে আইনজীবীরা জামিনের জন্য মরিয়া হয়ে যাচ্ছেন। অন্যদিকে ইডি ও সিবিআই কোন আদালতে জামিন মিলবে, তা সুনিশ্চিত হওয়ার মাঝে আটকে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের জেল থেকে মুক্তি। জানা যাচ্ছে, আগামী ২২ নভেম্বর রয়েছে এই মামলার পরবর্তী শুনানি।
বুধবার সিবিআইয়ের বিশেষ আদালতেে ছিল এই মামলার শুনানি। আসলে শিক্ষক নিয়োগ দুর্নীতির যাবতীয় মামলার শুনানি ইডি চায় তাঁদের আদালতেই শুনানি হোক। এই নিয়ে এদিন সিবাআই আদালতের বিচারপতি পার্থ মুখোপাধ্যায় এজলাসে আইনজীবী ভাস্কর মুখোপাধ্যায় বলেন, নিয়োগ দুর্নীতি নিয়ে যাবতীয় মামলার শুনানি পিএমএলএ আদালতে বিচারপতি শুভেন্দু সাহার এজলাসে চলছে। এমনকী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলার শুনানিও সেখানেই হচ্ছে। তাই সেখানেই সবটা হোক, এমটাই চান তাঁরা।
এরপরেই জামিনের মামলা সিবিআই আদালতে স্থগিতের সিদ্ধান্ত নেন বিচারপতি। আগামী ২২ নভেম্বর এই মামলার শুনানি কোন আদালতের এজলাসে হবে তা সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে এই বছরে আদৌ পার্থ জামিন পাবেন কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় দেখা গিয়েছে।