একদিকে এসএসসি নিয়োগ দুর্নীতিতে ২৬ হাজার চাকরি বাতিল হয়েছে। তারপর থেকেই রাজ্যজুড়ে হাহাকার শোনা যাচ্ছে চাকরিহারাদের। এই অবস্থায় প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের জন্য সিবিআই আদালতে আবেদন করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এই মামলাতেই গত শুনানিতে সিবিআইয়ের আইনজীবী পার্থকে দুর্নীতির মাস্টারমাইন্ড বলেছিলেন। এমনকী ওএমআর শিট নষ্ট করার পেছনেও তাঁর হাত ছিল বলে দাবি করে সিবিআই।
পার্থ নির্দোষ বলে দাবি আইনজীবীর
তারপরেও বৃহস্পতিবার পার্থর আইনজীবী এদিন নির্দোষ বলে দাবি করেছেন। তাঁর দাবি, ওএমআর শিট নষ্ট করার পেছনে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও ভূমিকা নেই। একটি সংস্থাকে ওএমআর শিট নষ্ট করার সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু সেক্ষেত্রেও পার্থর কোনও ভূমিকা ছিল কিনা তার কোন প্রমাণ মেলেনি। সেই কারণে যে কোনও শর্তে তাঁকে জামিন দেওয়া হোক।
সিবিআইয়ের আইনজীবী কোনও বক্তব্য রাখেননি
তাঁর দাবি, পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘ আড়াই বছর ধরে জেলে রয়েছে। এরপরেও এই মামলায় যাঁরা যুক্ত ছিলেন তাঁদের মধ্যে অনেকেই জামিন পেয়েছেন। কিন্তু তাঁর মক্কেলের বিরুদ্ধে জামিনের বিরোধীতা করার কোনও কারণ নেই। এমনকী এতদিন হয়ে গেল সিবিআই তাঁকে কোনও জেরাও করেননি। যদিও এদিন সিবিআইও পার্থর আইনজীবীর কোনও বক্তব্যের বিরোধীতা করেননি।