পঞ্চায়েত নির্বাচনের আগে ফের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পঞ্চায়েত নির্বাচনের আগে এবার রাজ্যের নির্বাচন কমিশনকে চিঠি পাঠালেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। পঞ্চায়েত ভোটের আগে বাংলার অবস্থা অত্যন্ত হিংসাত্মক হয়ে উঠেছে বলে দাবি করেন কংগ্রেস সাংসদ।
Congress MP Adhir Ranjan Chowdhury writes to West Bengal State Election Commission expressing concern over the "extremely violent" situation in the State. pic.twitter.com/rN9kQIKh54
— ANI (@ANI) June 13, 2023