কলকাতা, ২৬ নভেম্বার: বাংলাদেশে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণকে সোমবার গ্রেফতার করেছে মহম্মদ ইউনুস সরকারের পুলিশ। জামিনের আবেদনও খারিজ হয়েছে তাঁর। আর এই ইস্যুতে কোমর বেঁধে আন্দোলনে নামলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রতিবাদে হিন্দুরা পেট্রোপল সীমান্ত সিল করবে এমন কথাও বলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। এদিন বেহালায় বিজেপি কর্মীদের নিয়ে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণর গ্রেফতারি নিয়ে ইউনুস সরকারের বিরুদ্ধে বড় মিছিল করলেন শুভেন্দু। প্রসঙ্গত, মাসখানেক আগে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে সরব হয়ে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
চিন্ময়কৃষ্ণ-র গ্রেফতারি ইস্যুতে বেহালায় বিজেপির প্রতিবাদ মিছিলে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বললেন, " কলকাতার রাস্তায় হাজার হাজার মানুষ পথে নামবে। বাংলাদেশে হিন্দুদের অত্যাচার নিয়ে সব জায়গায় প্রতিবাদ ছড়িয়ে পড়বে। হিন্দু জাগরণ মঞ্চের ডাকে শিয়ালদহ স্টেশন থেকে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিস পর্যন্ত প্রতিবাদ মিছিলে লক্ষ মানুষ জমায়েত করবে। সোমবার পেট্রোপলের কাছে বাংলাদেশ বর্ডার হিন্দুরা সিল করবে। আমি সেখানে যাবো। সব কিছু বন্ধ থাকবে। সেখানে আমদানি-রপ্তানির কোনও প্রশ্নই নেই।"
দেখুন কী বললেন শুভেন্দু অধিকারী
#WATCH | South 24 Parganas: West Bengal Assembly LoP & BJP Leader Suvendu Adhikari says, "... Thousands of Hindus will be on the roads in Kolkata. There will be an agitation in all the areas... The Hindu Jagran Manch has given a call for a march from Sealdah station to the Dy… https://t.co/PcKGZd0UCL pic.twitter.com/Qzdv8l3R9T
— ANI (@ANI) November 26, 2024
রাজনৈতিক বিশেষজ্ঞমহলের দাবি, রাজ্যে একের পর এক নির্বাচনে হারের পর বাংলায় বিজেপির হিন্দু ভোটব্যাঙ্ক আরও বাড়াতে বাংলাদেশে ইসকনের সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ-র গ্রেফতারিকে হাতিয়ার করলেন শুভেন্দু।