কলকাতা, ১ মার্চঃ লোকসভা নির্বাচনের আগে রাজ্য রাজ্য ঘুরে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং জনসভার মধ্যে দিয়ে প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই লক্ষ্যে শুক্রবার, ১ মার্চ রাজ্যে আসছেন মোদী। এদিন হুগলির আরামবাগে সভা করবেন তিনি। এরপর ফের পরের দিন ২ মার্চ নদিয়ায় কৃষ্ণনগরে সভা রয়েছে মোদীর। প্রধানমন্ত্রীর এই প্রচার অভিযানকে 'ডেইলি প্যাসেঞ্জারি' বলে কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন (Santanu Sen)।
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে শান্তনু বললেন, ২০১৯ এর লোকসভার আগে এইভাবেই ডেইলি প্যাসেঞ্জারি করে প্রধানমন্ত্রী ১৮ জন সাংসদ দিল্লি নিয়ে গিয়েছেন। বিজেপির সেই সকল সাংসদ দিল্লিতে গিয়ে রাজ্যের টাকা আটকে দিয়েছে। রাজ্যের ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা আটকে রয়েছে সেখানে। কেন্দ্রীয় বঞ্চনার শিকার হওয়া রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের কোষাগার থেকে ক্ষতিগ্রস্তদের টাকা মিটিয়েছেন তিনি।
দেখুন ভিডিয়ো...
#WATCH | Kolkata: On PM Modi's visit to West Bengal, TMC leader Santanu Sen says, "People of West Bengal want to know from the PM that you got 18 MPs from West Bengal in 2019 and whenever those MPs visit Delhi they recommend not to give money to West Bengal and giving attention… pic.twitter.com/JmtNrmSXsU
— ANI (@ANI) March 1, 2024
এরপরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রসঙ্গ তুলে তৃণমূল মুখপাত্র আরও বলেন, ক্যামেরার সামনে গোটা দেশ তাঁকে টাকা নিতে দেখেছে। তাঁর নাম সিবিআইয়ের খাতায় রয়েছে। তাঁর বিরুদ্ধে ২০টির বেশি এফআইআর রয়েছে। প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে শান্তনু বলেন, সাহস থাকলে শুভেন্দুকে সাসপেন্ড করে দেখান।