কলকাতা, ২৪ ডিসেম্বর: কলকাতায় (Kolkata) আরও একজন ওমিক্রন (Omicron) আক্রান্তের খোঁজ পাওয়া গেল। আয়ারল্যান্ড থেকে ফেরা ওই যুবক আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর কোনও উপসর্গ নেই বলে জানা গিয়েছে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবকের সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করে টেস্ট করা হবে।
২৭ বছরের ওই যুবক আয়ারল্যান্ড থেকে কলকাতা ফেরেন। কলকাতা বিমানবন্দরে কোভিড টেস্ট করা হয়। যদিও সেই রিপোর্ট নেগেটিভ এসেছিল। তার আগে ডাবলিনেও তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। বাড়িতে ফিরে অসুস্থতা বোধ করলে আবারও টেস্ট করা হয়, তখন রিপোর্ট পজিটিভ আসে। এরপরই হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর নুমনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। আজ রিপোর্ট আসলে জানা যায় যে তিনি ওমিক্রন প্রজাতিতে আক্রান্ত। আরও পড়ুন: Christmas 2021: নয়া চমক কলকাতায়, ৫৪ ফুটের খ্রিস্টমাস ট্রি-র রোশনাইয়ে ঝলমলে পার্কস্ট্রিট
এদিকে, কোভিড সংক্রমণের নিরিখে দেশের প্রথম ৫টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ। কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও কর্নাটকে সবচেয়ে বেশি সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন কেন্দ্রের স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। তিনি আরও জানান, দেশের ১৭টি রাজ্যে এখনও পর্যন্ত ৩৫৮ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। তাঁদের মধ্যে ১১৪ জন সুস্থ হয়েছেন।