Christmas Tree In Kolkata (Photo Credit: Latestly)

কলকাতা, ২৪ ডিসেম্বর: আর কয়েক ঘণ্টা পরই বাজবে জিঙ্গল বেল। সাদা টুপি পরে উপহারের ব্যাগ নিয়ে হাজির হবেন সান্তা ক্লজ (Santa Claus)। প্রায় গোটা পৃথিবী যখন খ্রিস্টমাসের (Christmas 2021) আলোয় সেজে উঠতে শুরু করেছে, সেই সময় উৎসবে মেতে উঠেছে শহর কলকাতাও। শুধু তাই নয়, এবার খ্রিস্টমাসে নয়া চমক কলকাতায়।

পার্কস্ট্রিটে এবার তৈরি হয়েছে ৫৪ ফুটের খ্রিস্টমাস ট্রি। যা দেখতে ভিড় জমাতে শুরু করেছেন বহু মানুষ। পার্কস্ট্রিটে এপিজে হাউজের লনে তৈরি করা হয়েছে এই ৫৪ ফুটের খ্রিস্টমাস ট্রি। বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই বিশাল আকৃতির খ্রিস্টমাস ট্রি-র উদ্বোধন করে সবার দেখার জন্য খুলে দেন।

আরও পড়ুন:  Christmas 2021: কে এই সান্তা ক্লজ? কোথায় তাঁর জন্ম, জানুন ইতিহাস

আগামী ৩ জনাুয়ারি পর্যন্ত পার্কস্ট্রিটে দেখা মিলবে ৫৪ ফুটের এই খ্রিস্টমাস ট্রি-র। ফলে এই উৎসবের মরশুমে পার্কস্ট্রিটে মানুষের ভিড় বাড়বে বলেই মনে করা হচ্ছে।