
কলকাতা, ২০ মেঃ 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) নিয়ে বিশ্ব দরবারে পৌঁছানো সর্বদলীয় প্রতিনিধিদল থেকে তৃণমূল কংগ্রেস তাঁদের প্রতিনিধি হিসাবে সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের (MP Yusuf Pathan) নাম প্রথমে ঘোষণা করেও তা প্রত্যাহার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের এই সিদ্ধান্ত ঘোষিত হতেই শুরু হয় জল্পনা। কেন্দ্রের এই বিশেষ প্রতিনিধিদলে তৃণমূলের কি কোনও প্রতিনিধি থাকবেন না? সেই নিয়ে সোমবার দিনভর আলোচনার পর মঙ্গলবার নতুন প্রতিনিধির নাম প্রকাশ করল ঘাসফুল শিবির। 'অপারেশন সিঁদুর' নিয়ে সর্বদলীয় প্রতিনিধিদলে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম মনোনীত করলেন দলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান এবং 'অপারেশন সিঁদুর'কে (Operation Sindoor) কেন্দ্র করে নয়াদিল্লির কী বার্তা রয়েছে তা বিভিন্ন দেশে দেশে ঘুরে বিশ্ব দরবারে তুলে ধরার জন্যে মোট সাতটি প্রতিনিধিদল গঠন করেছে মোদী সরকার। দলে থাকবেন শাসক এবং বিরোধী বিভিন্ন দলের সাংসদের।
গত শনিবার জানা গিয়েছিল কেন্দ্রের এই বিশেষ প্রতিনধি দলে তৃণমূলের (TMC) প্রতিনিধি হিসাবে থাকছেন সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান (MP Yusuf Pathan)। কিন্তু রাত পার হতেই সিদ্ধান্ত বদল হয়। প্রতিনিধি দল থেকে ইউসুফের নাম প্রত্যাহার করে তৃণমূল। এরপর তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড' অভিষেকের (Abhishek Banerjee) নাম মনোনীত করেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের প্রতিনিধিদলে যোগ দিয়ে বিশ্বের সামনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' নিয়ে নয়াদিল্লির বার্তা তুলে ধরবেন তিনি।