ফ্রেজারগঞ্জ, ১৫ জুলাই: বকখালিতে ভয়াবহ ট্রলার ডুবির ঘটনায় এখনও পর্যন্ত ৯ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হয়েছে৷ রবিবার ১২ জন মৎস্যজীবী এফবি হৈমবতী নামের ট্রলারে চেপে সমুদ্রে মাছ ধরতে যান৷ বুধবার তাঁদের ফেরার কথা ছিল৷ তবে তার আগেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা৷ ভোরবেলা বকখালিতে রক্তেশ্বরীর চরের কাছে উল্টে যায় ট্রলার এফবি হৈমবতী৷ সঙ্গে সঙ্গেই আশপাশের মৎস্যজীবীরা উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়েন৷ ২ জনকে তখনই উদ্ধার করা হয়৷ এরপর দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয়৷ ট্রলারের জল সেচার পর আরও ৯ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা গেছে৷ এখনও নিখোঁজ ১ মৎস্যজীবী৷ তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷ আরও পড়ুন-Bird Flu In China: এবার মানুষের শরীরের বার্ড ফ্লুর ভাইরাস, ঘটনাস্থল চিন
এদিকে ডুবন্ত ট্রলারের কেবিন থেকে শঙ্কর শাঁসমল, বুদ্ধদেব মাইতি, অনাদি শাঁসমল, নারায়ণ শাঁসমল, গোপাল জানা, রবীন বর, অজিৎ বেরা, গৌতম পারুই, সন্তোষ মণ্ডল এবং গৌরহরি দাসের দেহ উদ্ধার করা হয়েছে৷ প্রশাসন ও মৎস্যজীবীরা নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি শুরু করেছেন৷ জলপথ আকাশপথে চলছে তল্লাশি৷ উদ্ধারকাজ পরিদর্শনে ঘুরে গেছেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও সুন্দরবনের পুলিশ সুপার।এদিকে নিখোঁজ মৎস্যজীবীদের প্রিয়জনরা সঠিক খবর জানতে ফ্রেজারগঞ্জে ভিড় জমিয়েছেন৷ এলাকায় শোকের ছায়া নেমেছে৷