Nabanna Abhijan (Photo Credit: ANI/X)

কলকাতা, ২৭ অগাস্ট: আরজি করে (RG Kar Hospital) চিকিৎসক তরুণীর ধর্ষণ এবং খুন-কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এবার নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দেওয়া হয় 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের' তরফে। নবান্ন অভিযানে যাতে কোনও ধরনের বিশৃঙ্খলা না ছড়ায়, তার জন্য পুলিশের তরফে একাধিক পদক্ষেপ করা হয়। লোহার ব্যারিকেড থেকে জল কামান, অভিযানকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের থামাতে পুলিশ একাধিক পদক্ষেপ করে।

মঙ্গলবার যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, তা 'বেআইনি' বলে পুলিশের তরফে আগেই জানানো হয়। কলকাতাকে অশান্ত করতেই এই নবান্ন অবিযানের ডাক বলে অভিযোগ করা হয় রাজ্য পুলিশের তরফে। নবান্ন অভিযানে বিশৃঙ্খলা রুখতে লোহার পাশাপাশি অ্যালুমিনিয়ামের ব্যারিকেডের ব্যবস্থাও করা হয় পুলিশের তরফে। সেই সঙ্গে কলকাতার বিভিন্ন রাস্তায় ইতিমধ্যেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

আরও পড়ুন: Nabanna Abhijan: লোহার ব্যারিকেড থেকে কড়া নজরদারি, নবান্ন অভিযানকে কেন্দ্র করে সতর্ক পুলিশ

সূত্রের খবর, নবান্ন অভিযানকে কেন্দ্র করে প্রায় ২ হাজার পুলিশ কর্মীকে রাস্তায় নামানো হয়েছে মঙ্গবার। কোনও ধরনের অশান্তি যাতে না ছড়ায়, তার জন্য করা হয়েছে কড়া পদক্ষেপ। জল কামানের পাশাপাশি নবান্ন অভিযানে কাঁদানে গ্যাসও রাখছে পুলিশ।