Barricades On Howrah Bridge (Photo Credit: ANI/X)

কলকাতা, ২৭ অগাস্ট:  নবান্ন অভিযানকে (Nabanna Abhijan) কেন্দ্র করে পারদ চড়তে শুরু করেছে। আরজি কর-কাণ্ডে (RG Kar Hospital) মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) পদত্যাগ চেয়ে নবান্ন অভিযান শুরু করে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে যাতে বিশৃঙ্খলা না ছড়ায়, তার জন্য কড়া সতর্কতা নেওয়া হয় পুলিশ প্রশাসনের তরফে। ব্যারিকেড টপকে আন্দোলনকারীরা যাতে নবান্নের কাছে পৌঁছতে না পারেন, তার জন্য হাওড়া ব্রিজে কার্যত ওয়েলডিং করে দেওয়া হয় ব্যারিকেড।  পাশাপাশি পুলিশের তরফে ঘোষণা করা হয়, শান্তিপূর্ণভাবে মিছিল করতে কাউকে বাধা দেওয়া হবে না। তবে আন্দোলনকারীরা যাতে বিশৃঙ্খলা না ছড়ান, সেই আবেদন পুলিশের (Police) তরফে বার বার করে ডাকা হয়। নবান্ন অভিযানের দিকে নজর রাখা হচ্ছে ড্রোনের মাধ্যমে। সেই সঙ্গে পুলিশ জল কামান, কাঁদানে গ্যাসের ব্যবস্থাও রাখতে শুরু করেছে।

আরও পড়ুন: Nabanna Abhijan: নবান্ন অভিযানকে কেন্দ্র করে কড়া সতর্কতা, বিশৃঙ্খলা রুখতে জল কামান, কাঁদানে গ্যাস রাখছে পুলিশ

হাওড়া ব্রিজে ব্যারিকেড কীভাবে ওয়েলডিং করা হয়, দেখুন সেই ছবি....

 

তবে পুলিশ যতই পদক্ষেপ করুক না কেন, আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোঁড়া হতে শুরু করে। ফলে আন্দোলনের শুরুতেই পরিস্থিতি কার্যত উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে।