কলকাতা, ১৪ এপ্রিল: মুর্শিদাবাদ (Murshidabad Violence) এই মুহূর্তে অনেকটাই শান্ত। নতুন করে কোনও বড় গণ্ডগোল বা অশান্তি ছড়ায়নি শনিবার বিকেলের পর থেকে। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনও অশান্তির খবর মেলেনি জঙ্গিপুর থেকে। মুর্শিদাবাদের জঙ্গিপুরের পাশাপাশি মালদার পরিস্থিতিও অনেকটা স্বাভাবিক। সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে জানান জাভেদ শামিম (Jawed Shamim)।
রাজ্য পুলিশের এডিজি (আইন শৃঙ্খলা) (West Bengal Police) জাভেদ শামিম বলেন, শান্তি ফিরছে। পুলিশ আধিকারিকরা জঙ্গিপুরে ক্যাম্প করছেন। পুলিশের টহলদারি, পিকেটিং চলছে উপদ্রুত এলাকায়। মানুষ যাতে ভয় না পান, আশ্বস্ত হতে পারেন, সেই ব্যবস্থা পুলিশ করছে বলে জানান জাভেদ শামিম। উপদ্রুত এলাকায় কিছু কিছু দোকানপাট খুলতে শুরু করেছে। ফলে খুব শাগগিরই যাতে শান্তি ফিরে আসে, সেই প্রচেষ্টা চলছে বলেও জানান রাজ্য পুলিশের ডিজি। যাঁরা নিজেদের গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন, তাঁদের মধ্যে প্রায় ১৯ জন আবার ফিরেছেন বলে জানান জাভেদ শামিম। সেই সংখ্যা সোমবার আরও বাড়বে বলেও আশ্বস্ত করেন সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক।
তবে উপদ্রুত এলাকায় শান্তি ফেরানোয় বাধা হল গুজব। তব শনিবার বিকেলের পর থেকে তেমনভাবে গণ্ডগোলের কোনও খবর পাওয়া যায়নি। পুলFশ সর্বদা সতর্ক রয়েছে। মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারেন, সে বিষয়ে পুলিশ সবদিক থেকে পদক্ষেপ করছে বলও আশ্বস্ত করেন রাজ্য পুলিশের এডিজি।
গুজব যাতে শান্তি প্রতিষ্ঠার অন্তরায় হয়ে দাঁড়াতে না পারে, সে বিষয়ে আবেদন করেন জাভেদ শামিম। পাশাপাশি বেশ কয়েকটি জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। ইন্টারনেট ব্যবহার করে যাতে গুজব ছড়ানো না যয়া, তার জন্যই করা হয়েছে ওই পদক্ষেপ বলে জানান পুলিশ আধিকারিক।
শুনুন কী বললেন জাভেদ শামিম...
VIDEO | Kolkata: West Bengal ADG (Law & Order) Jawed Shamim addresses a press conference on Murshidabad violence. During the press conference, he informs that all senior officers are camping in Jangipur and in the last 24 hours, no such major incident has been reported.… pic.twitter.com/Qcz5tlvzLQ
— Press Trust of India (@PTI_News) April 14, 2025
ইতিমধ্যেই ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে একটিও ভুল গ্রেফতার এই ঘটনার অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। তাই উপযুক্ত তথ্য যাচাইয়ের মাধ্যমেই পুলিশের গ্রেফতারি প্রক্রিয়া চলবে বলে জানান জাভেদ শামিম। পুলিশ সমস্ত ধরনের তথ্য খতিয়ে দেখে, তবেই এই ঘটনার তদন্ত করছে। কোনও ভুল তথ্য বা খবর যাতে না ছড়ায়, সে বিষয়েও সাধারণ মানুষের কাছে আবেদন জানান জাভেদ শামিম।