কলকাতাঃ চব্বিশের লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) অন্যতম কেন্দ্র হন মুর্শিদাবাদ (Murshidabad)। এই কেন্দ্রের বর্তমান সাংসদ আবু তাহের খান। এ বারের নির্বাচনেও এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনিই। অন্যদিকে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন গৌরি শঙ্কর ঘোষ। আর সিপিএমের হয়ে লড়ছেন মহম্মদ সেলিম। এই লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ হয়েছে ৭ই মে। মোট সাতটি বিধানসভা কেন্দ্র হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, করিমপুর,রানিনগর ও মুর্শিদাবাদ। এর মধ্যে করিমপুর বিধানসভা নদিয়া জেলার অন্তর্গত।
১৯৫২ সালে এই কেন্দ্রে প্রথম জেতে কংগ্রেস। এরপর ১৯৮০ থেকে ২০০৪ সাল পর্যন্ত এই কেন্দ্র ছিল তাদের দখলে। ২০১৪ লোকসভা নির্বাচনে এই আসনে লড়াই হয়েছিল সিপিএম এবং কংগ্রেসের মধ্যে। সে বার জিতেছিলেন সিপিএম প্রার্থী বদরুদ্দোজা খান। ৪ লক্ষ ২৬ হাজার ৯৪৭ ভোটে জিতেছিলেন তিনি। ৪ লক্ষ ৮ হাজার ৪৯৪ ভোট পেয়েছিলেন কংগ্রেস প্রার্থী আব্দুল মান্নান হোসেন। অন্যদিকে তৃণমূল প্রার্থী মহম্মদ আলির পান ২ লক্ষ ৮৯ হাজার ২৭ ভোট।
২০১৯ নির্বাচনে প্রথম এই কেন্দ্রের ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস। ২০১৯ সালে ৬ লক্ষ ৪ হাজার ৩৪৬ ভোট পেয়েছিলেন আবু তাহের খান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আবু হেনা। ৩ লক্ষ ৭৭ হাজার ৯২৯ ভোট পেয়েছিলেন তিনি। অন্যদিকে বিজেপি প্রার্থী হুমায়ুন কবীর পেয়েছিলেন ২ লক্ষ ৪৭ হাজার ৮০৯ ভোট। এ বারও এই আসনটি নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। কে পাবে ক্ষমতা তা জানার জন্য অপেক্ষা করতে হবে ৪ঠা জুন পর্যন্ত।