TMC vs Mukul Roy: মুকুল রায়ের চ্যালেঞ্জ, ৭-১০ দিনের মধ্যেই হালিশহর পুরসভা বিজেপি-র দখলে যাবে
তৃণমূলকে চ্যালেঞ্জ মুকুল রায়ের! (File Photo)

কলকাতা, ১১ জুলাই: তৃণমূল কংগ্রেসকে সরাসরি চ্য়ালেঞ্জ জানালেন রাজ্য বিজেপি-র তুরুপের তাস মুকুল রায় (Mukul Roy)। রাজ্য রাজনীতিতে এখন হালিশহর পুরসভা ইগো, সম্মানরক্ষার লড়াই হয়ে গিয়েছে। সেই হালিশহরে এবার বিজেপি আগামী দিন সাতেকের মধ্যেই পুরবোর্ড গড়ে ফেলবে বলে জানালেন মুকুল। যে চ্যালেঞ্জ নিয়ে তিনি ব্যারাকপুর, বনঁগা-র মত তৃণমূলের শক্ত ঘাঁটিতে বিজেপি-কে জিতিয়ে এনেছেন। লোকসভা নির্বাচনের আগে যেখানে ২৩ আসনের হালিশহর পুরসভায় ২১টি-তে ছিল তৃণমূলের, বিজেপি-র মাত্র ১টি। সেখানে এবার পদ্মফোটানোর চ্যালেঞ্জ নিলেন তৃণমূলের একদা নম্বর টু।

বুধবার সাংবাদিকদের সামনে মুকুল রায় বলেন, ৭-১০ দিনের মধ্যে ফের বিজেপির দখলে আসবে হালিসহর পুরসভা। কাউকে ভয় দেখিয়ে বিজেপিতে আনা হয়নি। দলত্যাগী কাউন্সিলররা প্রত্যকেই নিজের ইচ্ছায় দিল্লিতে গিয়েছিলেন। কাঁচরাপাড়া, হালিসহরে বিজেপি সন্ত্রাস করে জেতেনি। মানুষ ভোট দিয়েছে। আরও পড়ুন-বিজেপি-তে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভুয়ো পোস্টে ছয়লাপ সোশ্যাল মিডিয়া

খুব তাড়াতাড়ি হালিশহর পুরসভার পুর প্রধান অংশুমান রায়ের বিরুদ্ধে অনাস্থা আনা হবে।'' হালিশহরে অংশুমান রায় তাঁর দয়াতেই পুরসভার চেয়ারম্যান হয়েছেন বলেও, তীব্র আক্রমণ করেন মুকুল। ছেলে তৃণমূল ছাড়ার পর যে মুকুল এখনও আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক।

লোকসভা ভোটে বাংলায় বিজেপি-র ঐতিহাসিক ফলের পর হালিশহরে ফুল বদলের হিড়িক পড়ে। সেখানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন দলের ১৮ জন কাউন্সিলর। ফলে হালিশহর হাতছাড়া হওয়ার আশঙ্কায় পড়ে যায় রাজ্যের শাসক দল। তবে পাশা বদলে দিন দুয়েক আগে বিজেপিতে যোগ দেওয়া কাউন্সিলারদের মধ্যে ৯ জন ফের তৃণমূলে যোগদান করেন। ফলে ২৩ আসনের পুরসভায় তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হল ১২ জন। বিজেপির ১০ জন। এর পরও মুকুল রায়ের চালে বোর্ড গঠন করার আশা ছাড়ছে না বিজেপি। ১০-১২ অবস্থা থেকে পিছিয়ে থেকে মুকুল রায় কী স্ট্র্য়াটেজিতে তাঁর পুরনো দলকে হারান সেটাই দেখার। লোকসভা ভোটেও মুকুল কিন্তু ২-৩৪ এ পিছিয়ে থেকেই বাজিমাত করেছিলেন।